ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমেও মোহামেডানের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের দলেই খেলবেন সাকিব।

শনিবার (৪ মার্চ) মোহামেডানের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার। সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন।

সেখানে সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন সাকিব। চুক্তি শেষে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ডিপিএলের গত মৌসুমেও সাকিব দলভুক্ত হয়েছিলেন মোহামেডানের। তবে জাতীয় দলের ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাকিব শুরুর দিকে যোগ দিতে পারেননি। পরবর্তীতে সুপার লিগের আগেই মোহামেডান আসর থেকে বিদায় নেওয়ায় চাইলেও খেলতে পারেননি সাকিব। যদিও পরবর্তীতে মোহামেডানের অনুমতি নিয়ে সাকিব লিজেন্ড অফ রুপগঞ্জের হয়ে খেলেছিলেন।

ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে। এর আগেই শেষ হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে এই টুর্নামেন্টের শেষ দিকে হয়তো দেখা যেতে পারে সাকিবকে।

গতবার সাকিব মোহামেডানের হয়ে নাম লেখান। কিন্তু জাতীয় দল ও ব্যক্তিগত ব্যস্ততা শেষে যখন ফেরেন, ততদিনে বাদ পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত তারা বাঁহাতি অলরাউন্ডারকে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য ছেড়ে দেন।

এবারের প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব চলবে ঈদ উল ফিতরের আগ পর্যন্ত। বিরতির পর শুরু হবে সুপার লিগ পর্ব।

জাতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে শনিবার (৪ মার্চ) দুপুর একটার দিকে চট্টগ্রামের বিমানে চড়বে। ৬ মার্চ সেখানে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলে ঢাকায় ফিরবে দুই দল। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দলের সঙ্গে থাকবেন, তাই অনলাইনে চুক্তি সই করেছেন।

সাকিব যাবেন আরও পরে। বিকেলে তার একটি বিজ্ঞাপনী সংস্থার কাজ রয়েছে বলে জানা গেছে।

মোহামেডান স্কোয়াড : 

সৌম্য সরকার, রনি তালুকদার, মহিদুল ইসলাম অঙ্কন, আবদুল মজিদ, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল ইসলাম, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, রুয়েল মিয়া, মুশফিক (পেসার), খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল জুনিয়র, নাজমুল অপু।

 

নিউজটি শেয়ার করুন

মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব

আপডেট সময় : ০১:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমেও মোহামেডানের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের দলেই খেলবেন সাকিব।

শনিবার (৪ মার্চ) মোহামেডানের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার। সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন।

সেখানে সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন সাকিব। চুক্তি শেষে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ডিপিএলের গত মৌসুমেও সাকিব দলভুক্ত হয়েছিলেন মোহামেডানের। তবে জাতীয় দলের ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাকিব শুরুর দিকে যোগ দিতে পারেননি। পরবর্তীতে সুপার লিগের আগেই মোহামেডান আসর থেকে বিদায় নেওয়ায় চাইলেও খেলতে পারেননি সাকিব। যদিও পরবর্তীতে মোহামেডানের অনুমতি নিয়ে সাকিব লিজেন্ড অফ রুপগঞ্জের হয়ে খেলেছিলেন।

ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে। এর আগেই শেষ হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে এই টুর্নামেন্টের শেষ দিকে হয়তো দেখা যেতে পারে সাকিবকে।

গতবার সাকিব মোহামেডানের হয়ে নাম লেখান। কিন্তু জাতীয় দল ও ব্যক্তিগত ব্যস্ততা শেষে যখন ফেরেন, ততদিনে বাদ পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত তারা বাঁহাতি অলরাউন্ডারকে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য ছেড়ে দেন।

এবারের প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব চলবে ঈদ উল ফিতরের আগ পর্যন্ত। বিরতির পর শুরু হবে সুপার লিগ পর্ব।

জাতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে শনিবার (৪ মার্চ) দুপুর একটার দিকে চট্টগ্রামের বিমানে চড়বে। ৬ মার্চ সেখানে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলে ঢাকায় ফিরবে দুই দল। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দলের সঙ্গে থাকবেন, তাই অনলাইনে চুক্তি সই করেছেন।

সাকিব যাবেন আরও পরে। বিকেলে তার একটি বিজ্ঞাপনী সংস্থার কাজ রয়েছে বলে জানা গেছে।

মোহামেডান স্কোয়াড : 

সৌম্য সরকার, রনি তালুকদার, মহিদুল ইসলাম অঙ্কন, আবদুল মজিদ, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল ইসলাম, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, রুয়েল মিয়া, মুশফিক (পেসার), খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল জুনিয়র, নাজমুল অপু।