ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মালয়েশিয়ায় চাকরি না পাওয়া ২৬ বাংলাদেশি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২৬ বাংলাদেশি কর্মীকে উদ্ধার করেছে দেশটির শ্রম বিভাগ। বুধবার (৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্লাংয়ের কাছে আবাসিক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৬ শ্রমিককে সুরক্ষার জন্য একটি সেফ হাউসে রাখা হয়েছে।

এক বিবৃতিতে শ্রম বিভাগ বলেছে, উদ্ধারকৃত শ্রমিকরা ১৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় এসেছে। তারা বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। কিন্তু, তাদের নিয়োগকর্তারা তাদেরকে চাকরি দিতে ব্যর্থ হয়। নিয়োগকর্তারা তাদের চাকরি না দিয়ে ওই আবাসিক এলাকায় রেখে দেয়।

শ্রম বিভাগের সদর দপ্তর এবং সেলাঙ্গরের শ্রম বিভাগের ওই যৌথ অভিযানের নেতৃত্বে ছিলেন ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) আসরি আবদ ওয়াহাব। তিনি জানিয়েছেন, জোরপূর্বক শ্রম প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ বলেছে, অভিবাসী শ্রমিকরা যাতে কেলেঙ্কারি বা বাধ্যতামূলক শ্রমের শিকার না হন তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছিল। শ্রম বিভাগ সম্ভাব্য চাকরি খোঁজা বা শেষ উপায় হিসেবে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোসহ সহায়তা দেবে। এমন কোনো বিষয়ে শ্রম বিভাগ আপস করবে না, যা শ্রমিকদের বাধ্যতামূলক শ্রমের দিকে পরিচালিত করবে এবং দেশের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলবে। প্রতিটি সেক্টরের নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের জন্য আবেদন করার পরে তাদের চাকরি প্রদানের পাশাপাশি উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হবে।

বিদেশি কর্মীদের জন্য আবেদন করার সময় নিয়োগকর্তাদের বাধ্যতামূলক মানদণ্ড এবং নির্দেশনা মেনে না চললে কালো তালিকাভুক্ত করা হবে বলেও দেশটির শ্রম বিভাগ এক বিবৃতিতে বলেছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় চাকরি না পাওয়া ২৬ বাংলাদেশি উদ্ধার

আপডেট সময় : ০১:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২৬ বাংলাদেশি কর্মীকে উদ্ধার করেছে দেশটির শ্রম বিভাগ। বুধবার (৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্লাংয়ের কাছে আবাসিক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৬ শ্রমিককে সুরক্ষার জন্য একটি সেফ হাউসে রাখা হয়েছে।

এক বিবৃতিতে শ্রম বিভাগ বলেছে, উদ্ধারকৃত শ্রমিকরা ১৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় এসেছে। তারা বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। কিন্তু, তাদের নিয়োগকর্তারা তাদেরকে চাকরি দিতে ব্যর্থ হয়। নিয়োগকর্তারা তাদের চাকরি না দিয়ে ওই আবাসিক এলাকায় রেখে দেয়।

শ্রম বিভাগের সদর দপ্তর এবং সেলাঙ্গরের শ্রম বিভাগের ওই যৌথ অভিযানের নেতৃত্বে ছিলেন ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) আসরি আবদ ওয়াহাব। তিনি জানিয়েছেন, জোরপূর্বক শ্রম প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ বলেছে, অভিবাসী শ্রমিকরা যাতে কেলেঙ্কারি বা বাধ্যতামূলক শ্রমের শিকার না হন তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছিল। শ্রম বিভাগ সম্ভাব্য চাকরি খোঁজা বা শেষ উপায় হিসেবে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোসহ সহায়তা দেবে। এমন কোনো বিষয়ে শ্রম বিভাগ আপস করবে না, যা শ্রমিকদের বাধ্যতামূলক শ্রমের দিকে পরিচালিত করবে এবং দেশের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলবে। প্রতিটি সেক্টরের নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের জন্য আবেদন করার পরে তাদের চাকরি প্রদানের পাশাপাশি উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হবে।

বিদেশি কর্মীদের জন্য আবেদন করার সময় নিয়োগকর্তাদের বাধ্যতামূলক মানদণ্ড এবং নির্দেশনা মেনে না চললে কালো তালিকাভুক্ত করা হবে বলেও দেশটির শ্রম বিভাগ এক বিবৃতিতে বলেছে।