ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মাফিয়া চক্র নোবেলের ‘প্রাক্তন’ স্ত্রীকে যে বার্তা দিলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ৪৬১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: মাইনুল আহসান নোবেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে স্ত্রী সালসাবিল মাহমুদের। এর নিজের ফেসবুকে লম্বা এক স্ট্যাটাস দেন সালসাবিল। যেখানে নোবেলের মাদকাসক্ত হওয়ার কথা উল্লেখ করে এরজন্য কিছু মানুষকে দায়ী করেন তিনি। যেখানে সালসাবিল দাবি করেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেকে ক্ষমতাশালী মানুষদের অবদান আছে। সেই স্ট্যাটাসের পরই তাকে ‘গুমের হুমকি’ দেওয়া হয়।

‘গুমের হুমকি সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়ে সালসাবিল লেখেন, ‘২৪ ঘন্টা আর ক্ষমতাধর ড্রাগ মাফিয়াদের থেকে শ’খানেক কল; আমি নাকি কতো বড় ভুল করে ফেলেছি আমি নিজেও জানি না । আমাকে গুম করা তাদের ২ মিনিটেরও বিষয় না । কোনো আইন তাদের কিছু করতে পারবে না । আইন তারা পকেটে রাখে।’

তিনি আরও লেখেন, ”উল্লেখযোগ্য যে কথাগুলো আমাকে বলা হলো, ‘তোমাদের পারসনাল বিষয় পর্যন্ত ঠিক ছিলো এর বেশি তুমি কেনো কথা বলতে গেলা? বাংলাদেশ ড্রাগ ছাড়া অচল । সব পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা ড্রাগস নেয় কই তাদের ফ্যামিলি তো পাবলিকলি কিছু বলছে না? তুমি কেনো এসব নিয়ে কথা বলতে গেসো? যদি আমাদের কারো নাম সামনে আসে তোমাকে রাস্তায় শুট করা হবে নাহলে ২ মিনিটে গুম করে দেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

মাফিয়া চক্র নোবেলের ‘প্রাক্তন’ স্ত্রীকে যে বার্তা দিলো

আপডেট সময় : ০৬:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

বিনোদন ডেস্ক: মাইনুল আহসান নোবেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে স্ত্রী সালসাবিল মাহমুদের। এর নিজের ফেসবুকে লম্বা এক স্ট্যাটাস দেন সালসাবিল। যেখানে নোবেলের মাদকাসক্ত হওয়ার কথা উল্লেখ করে এরজন্য কিছু মানুষকে দায়ী করেন তিনি। যেখানে সালসাবিল দাবি করেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেকে ক্ষমতাশালী মানুষদের অবদান আছে। সেই স্ট্যাটাসের পরই তাকে ‘গুমের হুমকি’ দেওয়া হয়।

‘গুমের হুমকি সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়ে সালসাবিল লেখেন, ‘২৪ ঘন্টা আর ক্ষমতাধর ড্রাগ মাফিয়াদের থেকে শ’খানেক কল; আমি নাকি কতো বড় ভুল করে ফেলেছি আমি নিজেও জানি না । আমাকে গুম করা তাদের ২ মিনিটেরও বিষয় না । কোনো আইন তাদের কিছু করতে পারবে না । আইন তারা পকেটে রাখে।’

তিনি আরও লেখেন, ”উল্লেখযোগ্য যে কথাগুলো আমাকে বলা হলো, ‘তোমাদের পারসনাল বিষয় পর্যন্ত ঠিক ছিলো এর বেশি তুমি কেনো কথা বলতে গেলা? বাংলাদেশ ড্রাগ ছাড়া অচল । সব পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা ড্রাগস নেয় কই তাদের ফ্যামিলি তো পাবলিকলি কিছু বলছে না? তুমি কেনো এসব নিয়ে কথা বলতে গেসো? যদি আমাদের কারো নাম সামনে আসে তোমাকে রাস্তায় শুট করা হবে নাহলে ২ মিনিটে গুম করে দেওয়া হবে।”