ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মানবেতর জীবন থেকে আশার আলো ফুঁটলো জীবনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদুর রহমান, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

যমুনায় হারিয়েছে বসতভিটা, নেই থাকার মত ঘর, সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই স্বামী তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে। মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন ছাড়াই অসহায় স্বামী পরিত্যাক্তা নারী জীবনের (৪৩) এক সন্তানকে নিয়ে চলছে মানবেতর জীবনযাপন ।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর গ্রামের হতদরিদ্র অসহায় নারী জীবন  তার ছেলেকে নিয়ে অন্যের দেয়া জমিতে টিনের ঘরে বসবাস করছেন। অন্যের বাড়ি কাজ করে,  মানুষের দেয়া সাহায্য-সহযোগীতায় খেয়ে না খেয়ে কোন রকমে দিন কাটছে তার।

স্বামী পরিত্যাক্তা জীবনের যেখানে জীবন চলাই যখন দায়, তখন মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস তার পাশে এসে দাঁড়ান ! জীবনের কাছ থেকে তার চরম দুঃখ দুরবস্থার করুণ কাহিনী শুনে মামুন বিশ্বাস তা দাতব্য প্রতিষ্ঠান ‘লিটল কেয়ার চ্যারিটি ক্যানবেরা’কে জানালে অসহায় নারী জীবনের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় ওই নারীর পাশে দাঁড়াতে মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের কাছে ৬০ হাজার টাকা দেয়া হয়। মামুন বিশ্বাস সে টাকার মধ্যে ৫৮ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে ও  বাকি ২ হাজার নগদ টাকা জীবনের হাতে তুলে দেন। গরু ও নগদ টাকা পেয়ে চির অবহেলিত, পতিত, বঞ্চিত, অপাংক্তেয় নারী জীবন (৪৩) আনন্দে উদ্ভাসিত হন এবং জীবন জীবীকার পথে আশার আলো দেখতে পান।

এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস বলেন, আমার কাজ হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। জীবনের অনিশ্চিত জীবনজীবীকা আর কন্টকময় পথচলার কথা শুনে তার জন্য ভালো কিছু করার আগ্রহ জাগে মনে। কষ্টেভরা দুর্বিসহ জীবনের চরম দুরবস্থার কথা লিটন কেয়ার চ্যারিটি ক্যানবেরা কর্তৃপক্ষকে জানালে তারা সহযোগীতার হাত বাড়িয়ে দেন। ৬০ হাজার টাকা দেন জীবনের জন্য। সেই অর্থ দিয়ে জীবনকে গরু কিনে দিতে পেরে ও অবশিষ্ট অর্থ তার হাতে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি জীবন তার সন্তানকে নিয়ে জীবন জীবীকার পথ সুগম করে নিজের পায়ে দাঁড়াতে পারবে।

অসহায় নারী জীবন বলেন, আমি কল্পনাই করতে পারিনি কেউ আমাকে একটি গরু দেবে। এখন এ গরুটি লালন-পালন করে আমার সন্তানকে মানুষ করার চেষ্টা করব। ধন্যবাদ জানাই মামুন বিশ্বাস ভাইকে ও ধন্যবাদ জানাই লিটল কেয়ার চ্যারিটি ক্যানবেরা কর্তৃপক্ষকে যারা আমার মতো অবহেলিত অসহায়ের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন।

বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

মানবেতর জীবন থেকে আশার আলো ফুঁটলো জীবনের

আপডেট সময় : ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

আসাদুর রহমান, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

যমুনায় হারিয়েছে বসতভিটা, নেই থাকার মত ঘর, সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই স্বামী তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে। মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন ছাড়াই অসহায় স্বামী পরিত্যাক্তা নারী জীবনের (৪৩) এক সন্তানকে নিয়ে চলছে মানবেতর জীবনযাপন ।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর গ্রামের হতদরিদ্র অসহায় নারী জীবন  তার ছেলেকে নিয়ে অন্যের দেয়া জমিতে টিনের ঘরে বসবাস করছেন। অন্যের বাড়ি কাজ করে,  মানুষের দেয়া সাহায্য-সহযোগীতায় খেয়ে না খেয়ে কোন রকমে দিন কাটছে তার।

স্বামী পরিত্যাক্তা জীবনের যেখানে জীবন চলাই যখন দায়, তখন মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস তার পাশে এসে দাঁড়ান ! জীবনের কাছ থেকে তার চরম দুঃখ দুরবস্থার করুণ কাহিনী শুনে মামুন বিশ্বাস তা দাতব্য প্রতিষ্ঠান ‘লিটল কেয়ার চ্যারিটি ক্যানবেরা’কে জানালে অসহায় নারী জীবনের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় ওই নারীর পাশে দাঁড়াতে মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের কাছে ৬০ হাজার টাকা দেয়া হয়। মামুন বিশ্বাস সে টাকার মধ্যে ৫৮ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে ও  বাকি ২ হাজার নগদ টাকা জীবনের হাতে তুলে দেন। গরু ও নগদ টাকা পেয়ে চির অবহেলিত, পতিত, বঞ্চিত, অপাংক্তেয় নারী জীবন (৪৩) আনন্দে উদ্ভাসিত হন এবং জীবন জীবীকার পথে আশার আলো দেখতে পান।

এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস বলেন, আমার কাজ হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। জীবনের অনিশ্চিত জীবনজীবীকা আর কন্টকময় পথচলার কথা শুনে তার জন্য ভালো কিছু করার আগ্রহ জাগে মনে। কষ্টেভরা দুর্বিসহ জীবনের চরম দুরবস্থার কথা লিটন কেয়ার চ্যারিটি ক্যানবেরা কর্তৃপক্ষকে জানালে তারা সহযোগীতার হাত বাড়িয়ে দেন। ৬০ হাজার টাকা দেন জীবনের জন্য। সেই অর্থ দিয়ে জীবনকে গরু কিনে দিতে পেরে ও অবশিষ্ট অর্থ তার হাতে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি জীবন তার সন্তানকে নিয়ে জীবন জীবীকার পথ সুগম করে নিজের পায়ে দাঁড়াতে পারবে।

অসহায় নারী জীবন বলেন, আমি কল্পনাই করতে পারিনি কেউ আমাকে একটি গরু দেবে। এখন এ গরুটি লালন-পালন করে আমার সন্তানকে মানুষ করার চেষ্টা করব। ধন্যবাদ জানাই মামুন বিশ্বাস ভাইকে ও ধন্যবাদ জানাই লিটল কেয়ার চ্যারিটি ক্যানবেরা কর্তৃপক্ষকে যারা আমার মতো অবহেলিত অসহায়ের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন।

বা/খ: এসআর।