ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মস্কো সফর নতুন গতি দেবে: শি জিনপিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কোয় সফরে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে বিশেষ একটি উড়োজাহাজে শি জিন পিং তিন দিনের সফরে রাশিয়ায় পৌঁছান। মস্কো বিমানবন্দরের রানওয়েতে তিনি রাশিয়ার সরকারি গণমাধ্যমসহ সাংবাদিকদের বলেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি দেবে।

শি সাংবাদিকদের বলেন, আমি আত্মবিশ্বাসী, এই সফর ফলপ্রসূ হবে এবং চীন-রাশিয়ার সুস্থ ও স্থিতিশীল সম্পর্কে নতুন গতি দেবে। তিনি চীন ও রাশিয়াকে ভালো প্রতিবেশী এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আখ্যা দেন। বিগত বছরগুলোতে রাশিয়ার সমৃদ্ধি অর্জনে উলে­খযোগ্য অগ্রগতি হয়েছে। পুতিনকে শক্তিশালী নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান চীনের প্রেসিডেন্ট।

অন্যদিকে, চীনের রাজনীতি, সরকার ব্যবস্থা ও উন্নয়নের প্রশংসা করেন পুতিন। জানান, বেইজিংয়ের সাথে পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেয় মস্কো। পুতিন আরও বলেন, ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের ১২ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আজ মঙ্গলবার দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যুও।

নিউজটি শেয়ার করুন

মস্কো সফর নতুন গতি দেবে: শি জিনপিং

আপডেট সময় : ১০:০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কোয় সফরে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে বিশেষ একটি উড়োজাহাজে শি জিন পিং তিন দিনের সফরে রাশিয়ায় পৌঁছান। মস্কো বিমানবন্দরের রানওয়েতে তিনি রাশিয়ার সরকারি গণমাধ্যমসহ সাংবাদিকদের বলেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি দেবে।

শি সাংবাদিকদের বলেন, আমি আত্মবিশ্বাসী, এই সফর ফলপ্রসূ হবে এবং চীন-রাশিয়ার সুস্থ ও স্থিতিশীল সম্পর্কে নতুন গতি দেবে। তিনি চীন ও রাশিয়াকে ভালো প্রতিবেশী এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আখ্যা দেন। বিগত বছরগুলোতে রাশিয়ার সমৃদ্ধি অর্জনে উলে­খযোগ্য অগ্রগতি হয়েছে। পুতিনকে শক্তিশালী নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান চীনের প্রেসিডেন্ট।

অন্যদিকে, চীনের রাজনীতি, সরকার ব্যবস্থা ও উন্নয়নের প্রশংসা করেন পুতিন। জানান, বেইজিংয়ের সাথে পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেয় মস্কো। পুতিন আরও বলেন, ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের ১২ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আজ মঙ্গলবার দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যুও।