ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মরক্কোর বিপক্ষে ব্রাজিল দলে নতুনের ছড়াছড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ৪৬৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

তিতের পদত্যাগের পর ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া রেমন মেনেজেস ব্যাপক রদবদল এনেছে স্কোয়াডে। মরক্কোর বিপক্ষে আগামী ২৫ মার্চ ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে যে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ, তা দেখে অনেকেরই চোখ ছানাবড়া।

গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিল। তিতের অধীনে হেক্সা মিশন পূর্ণ করার স্বপ্নে বিভোর দলটির জন্য সেটি ছিল বড় এক ধাক্কা।

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর মিশন ব্রাজিলের। এই মিশনে নেই তিতে। তিনি দায়িত্ব ছাড়ার পর অন্তবর্তীকালীন কোচ হয়েছেন মেনেজেস। নতুন কোচের দল থেকে বাদ পড়লেন এক ঝাঁক তারকা।

নেইমার অবশ্য ইনজুরির কারণে নেই। গত মাসে ফরাসি লিগে পিএসজির হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিও খেলতে পারবেন না তিনি। চোটের কারণে নেই ডিফেন্ডার থিয়াগো সিলভাও।

তবে অভিজ্ঞ গোলরক্ষক এলিসনের বাদ পড়াটা বড় বিস্ময়ের। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে সাফল্য পাওয়া মেনেজেস কোচ হিসেবে দায়িত্ব নিয়েই এলিসনকে ছেঁটে ফেলেছেন। কী কারণে, বিস্তারিত জানাননি। মেনেজেস শুধু জানিয়েছেন, তিনি নতুনদের সুযোগ তৈরি করে দিতে চান।

চমক মার্টিনেলি আর রাফিনহার বাদ পড়াও। রাফিনহা বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। মার্টিনেলি সম্প্রতি প্রিমিয়ার লিগে আর্সেনালকে শীর্ষে তোলায় বড় অবদান রাখেন।

২৩ সদস্যের দলে রাখা হয়েছে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কে। গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিটোর রোকু স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস।

২৩ সদস্যের ব্রাজিল দল :

গোলরক্ষক : এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার : ইবানেজ (রোমা), এডার মিলিটাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহ্যাম)

মিডফিল্ডার : আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)

ফরোয়ার্ড : অ্যান্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)।

নিউজটি শেয়ার করুন

মরক্কোর বিপক্ষে ব্রাজিল দলে নতুনের ছড়াছড়ি

আপডেট সময় : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

তিতের পদত্যাগের পর ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া রেমন মেনেজেস ব্যাপক রদবদল এনেছে স্কোয়াডে। মরক্কোর বিপক্ষে আগামী ২৫ মার্চ ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে যে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ, তা দেখে অনেকেরই চোখ ছানাবড়া।

গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিল। তিতের অধীনে হেক্সা মিশন পূর্ণ করার স্বপ্নে বিভোর দলটির জন্য সেটি ছিল বড় এক ধাক্কা।

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর মিশন ব্রাজিলের। এই মিশনে নেই তিতে। তিনি দায়িত্ব ছাড়ার পর অন্তবর্তীকালীন কোচ হয়েছেন মেনেজেস। নতুন কোচের দল থেকে বাদ পড়লেন এক ঝাঁক তারকা।

নেইমার অবশ্য ইনজুরির কারণে নেই। গত মাসে ফরাসি লিগে পিএসজির হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিও খেলতে পারবেন না তিনি। চোটের কারণে নেই ডিফেন্ডার থিয়াগো সিলভাও।

তবে অভিজ্ঞ গোলরক্ষক এলিসনের বাদ পড়াটা বড় বিস্ময়ের। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে সাফল্য পাওয়া মেনেজেস কোচ হিসেবে দায়িত্ব নিয়েই এলিসনকে ছেঁটে ফেলেছেন। কী কারণে, বিস্তারিত জানাননি। মেনেজেস শুধু জানিয়েছেন, তিনি নতুনদের সুযোগ তৈরি করে দিতে চান।

চমক মার্টিনেলি আর রাফিনহার বাদ পড়াও। রাফিনহা বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। মার্টিনেলি সম্প্রতি প্রিমিয়ার লিগে আর্সেনালকে শীর্ষে তোলায় বড় অবদান রাখেন।

২৩ সদস্যের দলে রাখা হয়েছে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কে। গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিটোর রোকু স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস।

২৩ সদস্যের ব্রাজিল দল :

গোলরক্ষক : এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার : ইবানেজ (রোমা), এডার মিলিটাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহ্যাম)

মিডফিল্ডার : আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)

ফরোয়ার্ড : অ্যান্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)।