ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মঠবাড়িয়ায় খাজা মাইনুদ্দিন চিশতী আজমিরি (রঃ) ওরশ কাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঠবাড়িয়া প্রতিনিধি :

আগামীকাল সোমবার পিরোজপুরের মঠবাড়িয়ায় হযরত খাজা গরীবে নেওয়াজ আতায়ে রাসুল সুলতানুল আউলিয়া মাইনুদ্দিন চিশতী আজমিরি (রঃ) এর স্মরণে পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হবে । সন্ধ্যায় উপজেলার মধ্য তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ সংলগ্ন দুধচানিয়া খানকা শরীফের প্রধান খলিফা শাহ্ সৈয়দ মো. রফিকুল ইসলাম (শিশু ফকির) ৩৬ তম বাৎসরিক-এ ওরশ এর আয়োজন করেছেন।

এতে উপস্থিত থাকবেন জামালপুর দেওয়ানগঞ্জ ঈমাম বাড়ি দরবারে আলিয়া এর প্রতিষ্ঠাতা শাহ্ সুফী সৈয়দ হযরত কুদ্দুস আলী চিশতী (দুধ চাঁন আউলিয়া)। প্রধান অতিথি থাকবেন খুলনা ওহেদিয়া খানকা শরীফ এর খলিফা হযরত মাস্তান আলতাফ শাহ্ বাঙ্গালী। বিশেষ অতিথি থাকবেন জামালপুর দেওয়ানগঞ্জ ঈমাম বাড়ি দরবারের খলিফা শাহ্ সৈয়দ সেলিম চিশতী, রাজপাড়া দরবার শরীফ এর পীর সাহেব বীর মুক্তিযোদ্ধা শাহ্ সৈয়দ মো. শাহ্জাহান দরবেশ (মাঃ জিঃ আঃ), মধ্য তুষখালী দুধ চাঁনীয়া খানকা শরীফ এর খাদেম শাহ সৈয়দ কামরুজ্জামানসহ তরিকার পীর ভাই, আশেকান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওরশ মোবারকের কর্মসূচীর মধ্যে রয়েছে অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে তরিকতের পতাকা উত্তোলন, কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) । পরে নেওয়াজ বিতরণ ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরশ সমাপ্ত হবে।

বা/খ: এসআর।

 

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় খাজা মাইনুদ্দিন চিশতী আজমিরি (রঃ) ওরশ কাল

আপডেট সময় : ০৩:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

মঠবাড়িয়া প্রতিনিধি :

আগামীকাল সোমবার পিরোজপুরের মঠবাড়িয়ায় হযরত খাজা গরীবে নেওয়াজ আতায়ে রাসুল সুলতানুল আউলিয়া মাইনুদ্দিন চিশতী আজমিরি (রঃ) এর স্মরণে পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হবে । সন্ধ্যায় উপজেলার মধ্য তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ সংলগ্ন দুধচানিয়া খানকা শরীফের প্রধান খলিফা শাহ্ সৈয়দ মো. রফিকুল ইসলাম (শিশু ফকির) ৩৬ তম বাৎসরিক-এ ওরশ এর আয়োজন করেছেন।

এতে উপস্থিত থাকবেন জামালপুর দেওয়ানগঞ্জ ঈমাম বাড়ি দরবারে আলিয়া এর প্রতিষ্ঠাতা শাহ্ সুফী সৈয়দ হযরত কুদ্দুস আলী চিশতী (দুধ চাঁন আউলিয়া)। প্রধান অতিথি থাকবেন খুলনা ওহেদিয়া খানকা শরীফ এর খলিফা হযরত মাস্তান আলতাফ শাহ্ বাঙ্গালী। বিশেষ অতিথি থাকবেন জামালপুর দেওয়ানগঞ্জ ঈমাম বাড়ি দরবারের খলিফা শাহ্ সৈয়দ সেলিম চিশতী, রাজপাড়া দরবার শরীফ এর পীর সাহেব বীর মুক্তিযোদ্ধা শাহ্ সৈয়দ মো. শাহ্জাহান দরবেশ (মাঃ জিঃ আঃ), মধ্য তুষখালী দুধ চাঁনীয়া খানকা শরীফ এর খাদেম শাহ সৈয়দ কামরুজ্জামানসহ তরিকার পীর ভাই, আশেকান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওরশ মোবারকের কর্মসূচীর মধ্যে রয়েছে অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে তরিকতের পতাকা উত্তোলন, কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) । পরে নেওয়াজ বিতরণ ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরশ সমাপ্ত হবে।

বা/খ: এসআর।