ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে কাজীপুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৫৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ১৭০টি ঘর বুঝে দেয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজীপুর ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে। আগামী ২২ মার্চ এ ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ২০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ অর্ধপাঁকা ঘর বুঝে দেয়া হয়েছে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।

এদিকে ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আগাম ঈদের আনন্দ বিরাজ করছে। অনাদরে অবহেলায় জীবনের অনেকটা সময় পার করা এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা স্বপ্নেও ভাবেননি অর্ধপাঁকা ঘরসহ দুই শতক জমির মালিকানা পাবেন তারা।

কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ পর্যায়ে উপজেলার সোনামুখী, লক্ষিপুর ও চরগিরিশে ১৭০টি ঘর নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে চরাঞ্চলের চরগিরিশে সিন্দুরআটা আশ্রয়ণ প্রকল্পে ১৪০টি ঘর নির্মাণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনেফারেন্সের মাধ্যমে একযোগে এই ঘরগুলোর উদ্বোধন করবেন। আর এর মাধ্যমে কাজিপুর উপজেলাকে গৃহহীন ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। এর আগে প্রথম পর্যায়ে ৩৫টি, দ্বিতীয় পর্যায়ে ৫৫টি ও তৃতীয় পর্যায়ে ১১২টি অর্ধপাকা ঘর নির্মাণ করে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহাআলম মোল্লা জানান, ঘরগুলো ইতিমধ্যে বসবাস যোগ্য করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্ধপাঁকা ঘরের এ বাড়ীতে থাকছে দুটি শোবার ঘর, একটি রান্না ঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ ব্যবস্থা।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, উপজেলার ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরগুলো বুঝে দেয়া হবে। এরই মধ্যদিয়ে কাজীপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলায় মোট তিনশ ৭২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ অর্ধপাঁকা ঘর প্রদানের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হবে কাজীপুর। ভবিষ্যতে যদি কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া যায় তবে তাদের সিন্দুরআটা আশ্রয়ণ প্রকল্পে ঘর প্রদান করা হবে।

বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে কাজীপুর

আপডেট সময় : ১১:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ১৭০টি ঘর বুঝে দেয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজীপুর ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে। আগামী ২২ মার্চ এ ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ২০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ অর্ধপাঁকা ঘর বুঝে দেয়া হয়েছে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।

এদিকে ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আগাম ঈদের আনন্দ বিরাজ করছে। অনাদরে অবহেলায় জীবনের অনেকটা সময় পার করা এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা স্বপ্নেও ভাবেননি অর্ধপাঁকা ঘরসহ দুই শতক জমির মালিকানা পাবেন তারা।

কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ পর্যায়ে উপজেলার সোনামুখী, লক্ষিপুর ও চরগিরিশে ১৭০টি ঘর নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে চরাঞ্চলের চরগিরিশে সিন্দুরআটা আশ্রয়ণ প্রকল্পে ১৪০টি ঘর নির্মাণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনেফারেন্সের মাধ্যমে একযোগে এই ঘরগুলোর উদ্বোধন করবেন। আর এর মাধ্যমে কাজিপুর উপজেলাকে গৃহহীন ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। এর আগে প্রথম পর্যায়ে ৩৫টি, দ্বিতীয় পর্যায়ে ৫৫টি ও তৃতীয় পর্যায়ে ১১২টি অর্ধপাকা ঘর নির্মাণ করে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহাআলম মোল্লা জানান, ঘরগুলো ইতিমধ্যে বসবাস যোগ্য করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্ধপাঁকা ঘরের এ বাড়ীতে থাকছে দুটি শোবার ঘর, একটি রান্না ঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ ব্যবস্থা।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, উপজেলার ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরগুলো বুঝে দেয়া হবে। এরই মধ্যদিয়ে কাজীপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলায় মোট তিনশ ৭২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ অর্ধপাঁকা ঘর প্রদানের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হবে কাজীপুর। ভবিষ্যতে যদি কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া যায় তবে তাদের সিন্দুরআটা আশ্রয়ণ প্রকল্পে ঘর প্রদান করা হবে।

বা/খ: এসআর।