ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের ওপর দিয়ে বাংলাদেশে আসবে নেপালের বিদ্যুৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ভূখণ্ড ও অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানিতে কাঠমান্ডু ও নয়াদিল্লির মধ্যে চুক্তি হয়েছে। বৃহস্পতিবার (পহেলা জুন) হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা পরে সংবাদ সম্মেলনে এ কথা জানান। এই চুক্তির ফলে এখন ভারতের ওপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে নেপাল।

সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, এই চুক্তি বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অঞ্চল উপকৃত হলে সেটাই হয়ে ওঠে প্রকৃত প্রতিবেশী নীতি।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বলেন, শিগগিরই নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে।

নেপাল ও বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি-আমদানির ক্ষেত্রে অনেক দিন ধরেই ভারতের কাছে আগ্রহ দেখিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরের সময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি উপস্থাপন করেছিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে এসে এ বিষয়ে কথা বলেছিলেন। নেপাল চায়, বাংলাদেশ সে দেশের জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করুক। বাংলাদেশও আগ্রহী।

নিউজটি শেয়ার করুন

ভারতের ওপর দিয়ে বাংলাদেশে আসবে নেপালের বিদ্যুৎ

আপডেট সময় : ১১:৪৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ভূখণ্ড ও অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানিতে কাঠমান্ডু ও নয়াদিল্লির মধ্যে চুক্তি হয়েছে। বৃহস্পতিবার (পহেলা জুন) হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা পরে সংবাদ সম্মেলনে এ কথা জানান। এই চুক্তির ফলে এখন ভারতের ওপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে নেপাল।

সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, এই চুক্তি বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অঞ্চল উপকৃত হলে সেটাই হয়ে ওঠে প্রকৃত প্রতিবেশী নীতি।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বলেন, শিগগিরই নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে।

নেপাল ও বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি-আমদানির ক্ষেত্রে অনেক দিন ধরেই ভারতের কাছে আগ্রহ দেখিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরের সময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি উপস্থাপন করেছিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে এসে এ বিষয়ে কথা বলেছিলেন। নেপাল চায়, বাংলাদেশ সে দেশের জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করুক। বাংলাদেশও আগ্রহী।