ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্রাজিল দল থেকে বাদ পড়লেন আন্তোনি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৮০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার বদলে আন্তোনিকে কেন ডেকেছেন অন্তর্বর্তীকালীন কোচ ফেরনান্দো জিনিস্‌, এ নিয়েই প্রশ্ন ছিল। রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুসের চোট রাফিনিয়াকে ফিরিয়ে এনেছে। ওদিকে আন্তোনি বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

আন্তোনির বাদ পড়ার কারণটা অবশ্য ফুটবলীয় নয়। ব্রাজিলিয়ান উইঙ্গারের বিরুদ্ধে বান্ধবীকে নিপীরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ব্রাজিলিয়ান ওয়েবসাইট ইউওএল জানিয়েছে, এই অভিযোগ করেছেন সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা ক্যাভালিন।

আন্তোনি দাবি করেছেন, তাঁর সাবেক বান্ধবী বেশ কয়েকবার বিবৃতি বদলেছেন। তিনি এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করলেও ব্রাজিল দল একে গুরুত্বের সঙ্গেই দেখছে। আগামী ৯ ও ১৪ সেপ্টেম্বর বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘যে ঘটনা প্রকাশ্যে এসেছে এবং এ ব্যাপারে যেহেতু তদন্ত হওয়া প্রয়োজন, তাই ভুক্তভোগী, খেলোয়াড় ও ব্রাজিলিয়ান জাতীয় দলের স্বার্থে ফেডারেশন তাকে স্কোয়াড থেকে সরিয়ে নিয়েছে।’

এদিকে টেলিগ্রাফকে ম্যানচেস্টার অঞ্চলের পুলিশ জানিয়েছে, ‘তারা এই অভিযগের ব্যাপারে জানে এবং এ ব্যপারে তদন্ত করছে। আপাতত এ নিয়ে কোনো মন্তব্য করা হবে না।’

নিউজটি শেয়ার করুন

ব্রাজিল দল থেকে বাদ পড়লেন আন্তোনি

আপডেট সময় : ১১:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার বদলে আন্তোনিকে কেন ডেকেছেন অন্তর্বর্তীকালীন কোচ ফেরনান্দো জিনিস্‌, এ নিয়েই প্রশ্ন ছিল। রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুসের চোট রাফিনিয়াকে ফিরিয়ে এনেছে। ওদিকে আন্তোনি বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

আন্তোনির বাদ পড়ার কারণটা অবশ্য ফুটবলীয় নয়। ব্রাজিলিয়ান উইঙ্গারের বিরুদ্ধে বান্ধবীকে নিপীরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ব্রাজিলিয়ান ওয়েবসাইট ইউওএল জানিয়েছে, এই অভিযোগ করেছেন সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা ক্যাভালিন।

আন্তোনি দাবি করেছেন, তাঁর সাবেক বান্ধবী বেশ কয়েকবার বিবৃতি বদলেছেন। তিনি এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করলেও ব্রাজিল দল একে গুরুত্বের সঙ্গেই দেখছে। আগামী ৯ ও ১৪ সেপ্টেম্বর বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘যে ঘটনা প্রকাশ্যে এসেছে এবং এ ব্যাপারে যেহেতু তদন্ত হওয়া প্রয়োজন, তাই ভুক্তভোগী, খেলোয়াড় ও ব্রাজিলিয়ান জাতীয় দলের স্বার্থে ফেডারেশন তাকে স্কোয়াড থেকে সরিয়ে নিয়েছে।’

এদিকে টেলিগ্রাফকে ম্যানচেস্টার অঞ্চলের পুলিশ জানিয়েছে, ‘তারা এই অভিযগের ব্যাপারে জানে এবং এ ব্যপারে তদন্ত করছে। আপাতত এ নিয়ে কোনো মন্তব্য করা হবে না।’