ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্রাজিলে দাঙ্গায় সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

ব্রাজিলের সেনাপ্রধান জেনারেল হুলিও সিজার দে আরুদাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। চলতি মাসে দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো সমর্থকদের ভয়াবহ দাঙ্গার জেরে আরুদাকে বরখাস্ত করা হলো। গত বছরের ৩০ ডিসেম্বর থেকে তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করছিলেন।

সেনাপ্রধান পদে জেনারেল আরুদার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল টমাস রিবেইরো পাইভা, যাকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলেই মনে করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তিনি কয়েক ডজন সামরিক কর্মকর্তাকেও চাকরিচ্যুত করেছেন।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ৮ জানুয়ারি বিক্ষোভের দিন রাতে বলসোনারোর সমর্থকরা এক পর্যায়ে রাজধানী ব্রাসিলিয়ায় সেনা সদরদফতরের বাইরে একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করতে গেলে জেনারেল আরুডা বাধা দেন। তিনি সেদিন প্রেসিডেন্ট লুলার বিচারমন্ত্রী ফ্ল্যাভিও ডিনোকে বলেছিলেন, আপনারা এখানে লোকজনকে গ্রেফতার করতে পারবেন না।

সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

ব্রাসিলিয়ায় ওই দাঙ্গার দিন হাজার হাজার বোলসোনারো সমর্থক প্রায় বিনা বাধায় রাজধানীজুড়ে মিছিল করার পর একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবনে তাণ্ডব চালায়। বিক্ষোভকারীদের তাণ্ডবে প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট লণ্ডভণ্ড হয়ে যায়, সহিংসতায় একাধিক পুলিশ কর্মকর্তাও আহত হন।

দাঙ্গার ঘটনায় প্রায় দুই হাজার মানুষকে আটকের কথা জানিয়েছিল ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ, তাদের মধ্যে এক হাজার ২০০ মানুষ এখন পর্যন্ত ছাড়া পায়নি। সুপ্রিম কোর্ট এখন সেদিনের ঘটনার তদন্ত করছে, তারা জাইর বোলসোনারোর ভূমিকাও খতিয়ে দেখছে।

কৌঁসুলিরা বলছেন, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা একটি ভিডিও পোস্ট করে কট্টর ডানপন্থী বোলসোনারো ওই দাঙ্গা উসকে দিয়েছিলেন বলে তাদের মনে হয়। তবে বোলসোনারো দাঙ্গার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা বা সেটিকে উসকে দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। সূত্র : বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে দাঙ্গায় সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

আপডেট সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ব্রাজিলের সেনাপ্রধান জেনারেল হুলিও সিজার দে আরুদাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। চলতি মাসে দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো সমর্থকদের ভয়াবহ দাঙ্গার জেরে আরুদাকে বরখাস্ত করা হলো। গত বছরের ৩০ ডিসেম্বর থেকে তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করছিলেন।

সেনাপ্রধান পদে জেনারেল আরুদার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল টমাস রিবেইরো পাইভা, যাকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলেই মনে করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তিনি কয়েক ডজন সামরিক কর্মকর্তাকেও চাকরিচ্যুত করেছেন।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ৮ জানুয়ারি বিক্ষোভের দিন রাতে বলসোনারোর সমর্থকরা এক পর্যায়ে রাজধানী ব্রাসিলিয়ায় সেনা সদরদফতরের বাইরে একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করতে গেলে জেনারেল আরুডা বাধা দেন। তিনি সেদিন প্রেসিডেন্ট লুলার বিচারমন্ত্রী ফ্ল্যাভিও ডিনোকে বলেছিলেন, আপনারা এখানে লোকজনকে গ্রেফতার করতে পারবেন না।

সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

ব্রাসিলিয়ায় ওই দাঙ্গার দিন হাজার হাজার বোলসোনারো সমর্থক প্রায় বিনা বাধায় রাজধানীজুড়ে মিছিল করার পর একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবনে তাণ্ডব চালায়। বিক্ষোভকারীদের তাণ্ডবে প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট লণ্ডভণ্ড হয়ে যায়, সহিংসতায় একাধিক পুলিশ কর্মকর্তাও আহত হন।

দাঙ্গার ঘটনায় প্রায় দুই হাজার মানুষকে আটকের কথা জানিয়েছিল ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ, তাদের মধ্যে এক হাজার ২০০ মানুষ এখন পর্যন্ত ছাড়া পায়নি। সুপ্রিম কোর্ট এখন সেদিনের ঘটনার তদন্ত করছে, তারা জাইর বোলসোনারোর ভূমিকাও খতিয়ে দেখছে।

কৌঁসুলিরা বলছেন, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা একটি ভিডিও পোস্ট করে কট্টর ডানপন্থী বোলসোনারো ওই দাঙ্গা উসকে দিয়েছিলেন বলে তাদের মনে হয়। তবে বোলসোনারো দাঙ্গার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা বা সেটিকে উসকে দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। সূত্র : বিবিসি।