ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠনে লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ১২৩২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ডাক দিয়েছে লতিফ ভাই-ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠেছে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপু) আসনের পৌরসভার ১নং ওয়ার্ড গ্রামে নির্বাচন পরিচালনা কমিটি করেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সোমবার(১৯ডিসেম্বর)বিকালে পৌর সভার ১নং ওয়ার্ড সুবর্ণসারা গ্রাম এলাকায় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে মিছিল-সমাবেশ ছাড়াও এলাকার যুবক-বৃদ্ধ ও ছোট ছোট শিশু কিশোরসহ সর্বস্তরের মানুষের মুখে মুখে এখন এই শ্লোগানটি উচ্চারিত হচ্ছে। আসনটিতে সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে প্রতিদ্বন্ধিতা করছেন।
আসনটিতে অন্যান্যদলের প্রার্থী থাকলেও মুল প্রতিদ্বন্ধিতা হবে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আব্দুল লতিফ বিশ্বাস ও নৌকার আব্দুল মমিন মন্ডল মধ্যে। ইতোমধ্যে বেলকুচি-চৌহালী উপজেলার আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মীরা একাট্টা হয়ে লতিফ বিশ্বাসের পক্ষে মাঠে নেমেছেন।
সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মতবিনিময় সভাগুলো সমাবেশে রূপ নিচেছন, নামছে মানুষের ঢল। মঙ্গলবার বিকেলে বেলকুচি পৌরসভার ১নং ওয়ার্ড সুবর্নসাড়া তারেক কমিশনারের বাড়ীতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। একটি ওয়ার্ডের একটি কেন্দ্র কমিটি গঠনের অনুষ্ঠানে প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহন করেন।
সমাবেশে ‘ডাক দিয়েছে লতিফ ভাই-ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা,পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখনসহ এলাকার মুরুব্বীরা বক্তব্য রাখেন। এমনকি রাস্তা দুএকজন দলবেধে হেটে যেতেও একই শ্লোগান উচ্চারণ করছেন।
সমাবেশে সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার ঘোষনা দিয়েছিলেন দল থেকে যারা মনোনয়ন পায়নি তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন এবং দলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন। এ ঘোষনার পর বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরের দলীয় নেতাকর্মী ও জনগনের ভালবাসার চাহিদা থেকে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহন করেছি। তিনি বলেন, নির্বাচনে নৌকার সাথে প্রতিদ্বন্ধিতা হবে না, প্রতিদ্বন্ধিতা হবে ব্যক্তির সাথে। বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরবাসীর অপছন্দের কারনেই হেরে যাবে নৌকা। এর দায় কেবল ব্যক্তির উপর বর্তাবে। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ঈগল মার্কা প্রতীকে ভোট দিয়ে জনগন তাদের আশার প্রতিফলন ঘটাবে। ঈগলের পক্ষে বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরে গনজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে যমুনা নদী ভাঙ্গন হতে পুরো এলাকা রক্ষা, তাঁত শিল্পের অগ্রসরে প্রচেষ্টা ও এনায়েতপুর থানাকে উপজেলায় বাস্তবায়নসহ আর্থিক সামাজিক উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে পুর্বের মতোই মানুষের সুখে-দু:খে পাশে থাকবো-ইনশাআল্লাহ্ ।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠনে লতিফ বিশ্বাস

আপডেট সময় : ০৮:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
ডাক দিয়েছে লতিফ ভাই-ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠেছে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপু) আসনের পৌরসভার ১নং ওয়ার্ড গ্রামে নির্বাচন পরিচালনা কমিটি করেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সোমবার(১৯ডিসেম্বর)বিকালে পৌর সভার ১নং ওয়ার্ড সুবর্ণসারা গ্রাম এলাকায় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে মিছিল-সমাবেশ ছাড়াও এলাকার যুবক-বৃদ্ধ ও ছোট ছোট শিশু কিশোরসহ সর্বস্তরের মানুষের মুখে মুখে এখন এই শ্লোগানটি উচ্চারিত হচ্ছে। আসনটিতে সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে প্রতিদ্বন্ধিতা করছেন।
আসনটিতে অন্যান্যদলের প্রার্থী থাকলেও মুল প্রতিদ্বন্ধিতা হবে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আব্দুল লতিফ বিশ্বাস ও নৌকার আব্দুল মমিন মন্ডল মধ্যে। ইতোমধ্যে বেলকুচি-চৌহালী উপজেলার আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মীরা একাট্টা হয়ে লতিফ বিশ্বাসের পক্ষে মাঠে নেমেছেন।
সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মতবিনিময় সভাগুলো সমাবেশে রূপ নিচেছন, নামছে মানুষের ঢল। মঙ্গলবার বিকেলে বেলকুচি পৌরসভার ১নং ওয়ার্ড সুবর্নসাড়া তারেক কমিশনারের বাড়ীতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। একটি ওয়ার্ডের একটি কেন্দ্র কমিটি গঠনের অনুষ্ঠানে প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহন করেন।
সমাবেশে ‘ডাক দিয়েছে লতিফ ভাই-ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা,পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখনসহ এলাকার মুরুব্বীরা বক্তব্য রাখেন। এমনকি রাস্তা দুএকজন দলবেধে হেটে যেতেও একই শ্লোগান উচ্চারণ করছেন।
সমাবেশে সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার ঘোষনা দিয়েছিলেন দল থেকে যারা মনোনয়ন পায়নি তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন এবং দলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন। এ ঘোষনার পর বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরের দলীয় নেতাকর্মী ও জনগনের ভালবাসার চাহিদা থেকে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহন করেছি। তিনি বলেন, নির্বাচনে নৌকার সাথে প্রতিদ্বন্ধিতা হবে না, প্রতিদ্বন্ধিতা হবে ব্যক্তির সাথে। বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরবাসীর অপছন্দের কারনেই হেরে যাবে নৌকা। এর দায় কেবল ব্যক্তির উপর বর্তাবে। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ঈগল মার্কা প্রতীকে ভোট দিয়ে জনগন তাদের আশার প্রতিফলন ঘটাবে। ঈগলের পক্ষে বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরে গনজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে যমুনা নদী ভাঙ্গন হতে পুরো এলাকা রক্ষা, তাঁত শিল্পের অগ্রসরে প্রচেষ্টা ও এনায়েতপুর থানাকে উপজেলায় বাস্তবায়নসহ আর্থিক সামাজিক উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে পুর্বের মতোই মানুষের সুখে-দু:খে পাশে থাকবো-ইনশাআল্লাহ্ ।
বাখ//আর