ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বেনাপোলে হিজড়াকে জবাই করে হত্যার পর মাটি চাপা, আটক ১

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / ৪৪৩ বার পড়া হয়েছে

hotta

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোলের কাগজপুকুর গ্রামের রেশমা (৩২) নামে এক হিজড়াকে জবাই করে হত্যা করে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ফারুক হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যাক্তি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের নুর ইসলামের ছেলে।

আজ সোমবার (১১ মার্চ) বিকালে কাগজপুকুর গ্রামের প্রাইমারী স্কুলের প্রাচীরের পাশ থেকে মাটি চাপা অবস্থায় ওই হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, হিজড়া রেশমা বেনাপোল ইমিগ্রেশন ও বেনাপোল রেলস্টেশন ব্যবহার করে একটি চোরা কারবারী চক্রের মালামাল আনা নেওয়া করতেন। প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের হেনস্ত করে ইমিগ্রেশন কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাদের জিম্মি করে তিনি এ কাজ করে আসছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের হয়ে কাজ করতেন হিজড়া রেশমা। এসব মালামাল বেনাপোল থেকে যশোরসহ বিভিন্ন জেলায় পাচার করতেন। আজ সকালে স্থানীয় লোকজন ওই স্কুলের প্রাচীরের পাশে উচু মাটির ঢিবি দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দিলে ঘনটাস্থলে গিয়ে পুলিশ মাটি খুড়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আজ বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাগজপুকুর গ্রাম থেকে জবাই করা অবস্থায় এক হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

বেনাপোলে হিজড়াকে জবাই করে হত্যার পর মাটি চাপা, আটক ১

আপডেট সময় : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

বেনাপোলের কাগজপুকুর গ্রামের রেশমা (৩২) নামে এক হিজড়াকে জবাই করে হত্যা করে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ফারুক হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যাক্তি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের নুর ইসলামের ছেলে।

আজ সোমবার (১১ মার্চ) বিকালে কাগজপুকুর গ্রামের প্রাইমারী স্কুলের প্রাচীরের পাশ থেকে মাটি চাপা অবস্থায় ওই হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, হিজড়া রেশমা বেনাপোল ইমিগ্রেশন ও বেনাপোল রেলস্টেশন ব্যবহার করে একটি চোরা কারবারী চক্রের মালামাল আনা নেওয়া করতেন। প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের হেনস্ত করে ইমিগ্রেশন কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাদের জিম্মি করে তিনি এ কাজ করে আসছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের হয়ে কাজ করতেন হিজড়া রেশমা। এসব মালামাল বেনাপোল থেকে যশোরসহ বিভিন্ন জেলায় পাচার করতেন। আজ সকালে স্থানীয় লোকজন ওই স্কুলের প্রাচীরের পাশে উচু মাটির ঢিবি দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দিলে ঘনটাস্থলে গিয়ে পুলিশ মাটি খুড়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আজ বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাগজপুকুর গ্রাম থেকে জবাই করা অবস্থায় এক হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

 

বাখ//আর