ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বৃহস্পতিবারই আসতে পারে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবারেই (১৩ অক্টোবর) আসতে পারে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা । বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) একাধিক সদস্য গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিইআরসির সদস্য মোঃ মকবুল-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন, ‘আগামী বৃহস্পতিবার সকালে নতুন দাম ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে পাইকারিতে বিদ্যুৎ এর দাম বাড়লেও খুচরা পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ানো হবে না।’

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে পিডিবি ভর্তুকি তুলে দিয়ে বিইআরসির কাছে বিদ্যুতের পাইকারি দাম ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর জন্য প্রস্তাব দেয়। এ প্রস্তাবে বর্তমান দাম প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করে বিপিডিবি।

এবছর ১৮ মে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে গড়ে ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে জ্বালানি খাতের দাম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি। নিয়ম অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যেই শুনানির রায় ঘোষণা করতে হবে। সেইক্ষেত্রে ১৩ অক্টোবরের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে হবে।

বিইআরসি সংশ্লিষ্টরা বলছেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম অন্তত ২৫ শতাংশ বাড়তে পারে। তবে গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না। কারণ বিদ্যুৎ বিতরণকারী সবগুলো কোম্পানিই বর্তমানে মুনাফায় রয়েছে। তাই বাল্ক বিদ্যুতের দাম ২০-২৫ শতাংশ বাড়ালেও তাদের খুব একটা সমস্যা হবে না।’

বিইআরসির একাধিক সূত্র জানায়, কমিশন ১৫ থেকে ২৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করে রেখেছে। এরই মধ্যে বিদ্যুৎ বিভাগে তা জমাও দেওয়া হয়েছে। সরকার চাইলে এ থেকে কিছুটা বাড়াতে কিংবা কমাতে পারে। এক্ষেত্রে সরকার এখন কতটা ভর্তুকি দেবে তার ওপরই নির্ভর করবে বিদ্যুতের দাম বাড়ানোর হার।

বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ১৭ পয়সা আছে। গত ১৮মে অনুষ্ঠিত গণশুনানিতে প্রতি ইউনিটে ৬৬ শতাংশ বাড়িয়ে আট টাকা ৫৮ পয়সা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলো পিডিবি।

তবে বিইআরসির কারিগরি কমিটি গণশুনানিতে বিদ্যুতের দাম একেবারে ভর্তুকি ছাড়া প্রতি ইউনিট ৮ টাকা ১৬ পয়সা নির্ধারণের সুপারিশ করে। এরফলে সরকার যদি কিছুটা ভর্তুকি রেখেই দেয়, সেক্ষেত্রে দাম কিছুটা কম বাড়ানো হতে পারে। আর যদি সরকার ভর্তুকি দিতে না চায় তাহলে দাম কিছুটা বেশি বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

বৃহস্পতিবারই আসতে পারে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

আপডেট সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবারেই (১৩ অক্টোবর) আসতে পারে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা । বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) একাধিক সদস্য গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিইআরসির সদস্য মোঃ মকবুল-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন, ‘আগামী বৃহস্পতিবার সকালে নতুন দাম ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে পাইকারিতে বিদ্যুৎ এর দাম বাড়লেও খুচরা পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ানো হবে না।’

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে পিডিবি ভর্তুকি তুলে দিয়ে বিইআরসির কাছে বিদ্যুতের পাইকারি দাম ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর জন্য প্রস্তাব দেয়। এ প্রস্তাবে বর্তমান দাম প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করে বিপিডিবি।

এবছর ১৮ মে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে গড়ে ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে জ্বালানি খাতের দাম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি। নিয়ম অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যেই শুনানির রায় ঘোষণা করতে হবে। সেইক্ষেত্রে ১৩ অক্টোবরের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে হবে।

বিইআরসি সংশ্লিষ্টরা বলছেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম অন্তত ২৫ শতাংশ বাড়তে পারে। তবে গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না। কারণ বিদ্যুৎ বিতরণকারী সবগুলো কোম্পানিই বর্তমানে মুনাফায় রয়েছে। তাই বাল্ক বিদ্যুতের দাম ২০-২৫ শতাংশ বাড়ালেও তাদের খুব একটা সমস্যা হবে না।’

বিইআরসির একাধিক সূত্র জানায়, কমিশন ১৫ থেকে ২৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করে রেখেছে। এরই মধ্যে বিদ্যুৎ বিভাগে তা জমাও দেওয়া হয়েছে। সরকার চাইলে এ থেকে কিছুটা বাড়াতে কিংবা কমাতে পারে। এক্ষেত্রে সরকার এখন কতটা ভর্তুকি দেবে তার ওপরই নির্ভর করবে বিদ্যুতের দাম বাড়ানোর হার।

বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ১৭ পয়সা আছে। গত ১৮মে অনুষ্ঠিত গণশুনানিতে প্রতি ইউনিটে ৬৬ শতাংশ বাড়িয়ে আট টাকা ৫৮ পয়সা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলো পিডিবি।

তবে বিইআরসির কারিগরি কমিটি গণশুনানিতে বিদ্যুতের দাম একেবারে ভর্তুকি ছাড়া প্রতি ইউনিট ৮ টাকা ১৬ পয়সা নির্ধারণের সুপারিশ করে। এরফলে সরকার যদি কিছুটা ভর্তুকি রেখেই দেয়, সেক্ষেত্রে দাম কিছুটা কম বাড়ানো হতে পারে। আর যদি সরকার ভর্তুকি দিতে না চায় তাহলে দাম কিছুটা বেশি বাড়তে পারে।