ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বুরকিনা ফাসোতে ক্যাথলিক চার্চে হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি ক্যাথলিক চার্চে (গির্জায়) বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

এক বিবৃতিতে গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সবাই খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। তাঁরা সবাই প্রার্থনার উদ্দেশ্যে এই গির্জায় জড়ো হয়েছিলেন। ঘটনাস্থলেই ১২জন মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়েছে।

ক্যাথলিক ডায়োসিসের জেনারেল অ্যাবট জিন-পিয়েরে সাওয়াদোগো বলেন, এটি নিঃসন্দেহে একটি ‘সন্ত্রাসী হামলা’। এ হামলায় ১৫ জন নিহত হওয়ার পাশপাশি দুইজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বেদনাদায়ক পরিস্থিতির কোনো স্বান্ত্বনা হয় না। যারা মারা গেছেন তাদের শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

বুরিকনা ফাসোর উত্তরাঞ্চলের গির্জাগুলোতে এর আগেও একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কয়েকবার যাজকদের অপহরণ করার ঘটনাও ঘটেছে। দেশটির অর্ধেকের বেশি অংশ সরকারি নিয়ন্ত্রণের বাইরে। সেসব অংশ বছরের পর বছর ধরে দখল করে রেখেছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর যোদ্ধারা হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন

বুরকিনা ফাসোতে ক্যাথলিক চার্চে হামলা, নিহত ১৫

আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি ক্যাথলিক চার্চে (গির্জায়) বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

এক বিবৃতিতে গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সবাই খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। তাঁরা সবাই প্রার্থনার উদ্দেশ্যে এই গির্জায় জড়ো হয়েছিলেন। ঘটনাস্থলেই ১২জন মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়েছে।

ক্যাথলিক ডায়োসিসের জেনারেল অ্যাবট জিন-পিয়েরে সাওয়াদোগো বলেন, এটি নিঃসন্দেহে একটি ‘সন্ত্রাসী হামলা’। এ হামলায় ১৫ জন নিহত হওয়ার পাশপাশি দুইজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বেদনাদায়ক পরিস্থিতির কোনো স্বান্ত্বনা হয় না। যারা মারা গেছেন তাদের শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

বুরিকনা ফাসোর উত্তরাঞ্চলের গির্জাগুলোতে এর আগেও একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কয়েকবার যাজকদের অপহরণ করার ঘটনাও ঘটেছে। দেশটির অর্ধেকের বেশি অংশ সরকারি নিয়ন্ত্রণের বাইরে। সেসব অংশ বছরের পর বছর ধরে দখল করে রেখেছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর যোদ্ধারা হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।