ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে জাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ৪৬০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সাভারে স্মৃতিসৌধে পড়ছে একে একে পুষ্পস্তবক। শ্রেণি-পেশা-ধর্ম-বর্ণ-রাজনৈতিক দল–নির্বিশেষে ব্যক্তি ও সংগঠনেরা জানাচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা ও সম্মান।

এর আগে স্বাধীনতা দিবসের প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রীয় সম্মাননার পাশাপাশি তিন বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র সালাম জানানো হয় ত্রিশ লক্ষ শহীদের প্রতি। শহীদদের সম্মানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে, দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাবার পর বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে স্মৃতিসৌধে।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা বয়সী মানুষ একই পথে মিলিত হন। এসময় স্মৃতি সৌধে আগত মানুষেরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আহবান জানান।

এর আগে, ভোরের আলো ফোটার সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমান বন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।

নিউজটি শেয়ার করুন

বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে জাতি

আপডেট সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সাভারে স্মৃতিসৌধে পড়ছে একে একে পুষ্পস্তবক। শ্রেণি-পেশা-ধর্ম-বর্ণ-রাজনৈতিক দল–নির্বিশেষে ব্যক্তি ও সংগঠনেরা জানাচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা ও সম্মান।

এর আগে স্বাধীনতা দিবসের প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রীয় সম্মাননার পাশাপাশি তিন বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র সালাম জানানো হয় ত্রিশ লক্ষ শহীদের প্রতি। শহীদদের সম্মানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে, দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাবার পর বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে স্মৃতিসৌধে।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা বয়সী মানুষ একই পথে মিলিত হন। এসময় স্মৃতি সৌধে আগত মানুষেরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আহবান জানান।

এর আগে, ভোরের আলো ফোটার সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমান বন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।