ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিতর্কিত আউটের ভুতুড়ে ব্যাখ্যা বিসিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্ক যেনো পিছু ছাড়ছেই না। প্রায় প্রতি ম্যাচেই এডিআরএসের (অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম) সিদ্ধান্তে খুশী হতে পারছে না দলগুলো।

এই যেমন শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের ম্যাচে জাকের আলি অনিকের আউটের পর ক্ষোভে ফেঁটে পড়েন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, হাত-পা বাঁধা, কিছু বললে নিষিদ্ধ হয়ে যাব।

তবে সব ছাপিয়ে বিসিবি দিয়েছে নিজেদের মতো করে ব্যাখ্যা। আইসিসির নিয়মই তাহলে বদলে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! আইসিসির নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শনিবার বরিশাল-কুমিল্লা ম্যাচে থার্ড আম্পায়ারের দেয়া ভুল সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে রায় দেয়া হলো বিসিবির পক্ষ থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বিসিবি গত রাতে জাকের আলি অনিকের আউটের ব্যাখ্যা দিয়েছে, ‘বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বল (এডিআরএস এর ক্ষেত্রে) লেগ স্ট্যাম্পের লাইনে এক শতাংশ অংশে স্পর্শ করলে আম্পায়ার্স কল হিসেবে ব্যাটার আউট হবে।’

বিপিএলের এবারের প্লেয়িং কন্ডিশন অনুসারে জাকের আলি অনিকের লেগ বিফোর উইকেট অনফিল্ড আম্পায়ারের রাইট ডিসিশন ছিল।

টুর্নামেন্টের ম্যাচ খেলার কন্ডিশনের পরিশিষ্ট ডি ওয়ান-এ বলা হয়েছে যে, এডিআরএসে একটি বল ‘ইন-লাইন’ পিচ করেছে বলে বিবেচিত হবে যদি ‘বলের কোনো অংশ পিচিং জোনের ভিতরে থাকে।’

সংশ্লিষ্ট নিয়মের এই ব্যাখ্যা অনুসারে, বরিশাল-কুমিল্লার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান জাকের আলির বিরুদ্ধে অনফিল্ড আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউ (বলের পিচিং পয়েন্ট দেখানো ছবি) সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার।

টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বলের প্রায় পুরোটাই পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে। মাঠের পাশের বড় পর্দায় সেটা দেখার পর জাকের আলী অনিক মনে করেছেন তিনি বেঁচে গিয়েছেন; কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার তানভির আহমেদ, হতভম্ব হয়ে মাঠ ছাড়েন জাকের। ম্যাচ শেষে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও এই সিদ্ধান্তে চরম হতাশার কথা জানান।

এ ধরনের আউটের ক্ষেত্রে আইসিসির নিয়ম হলো, পিচিং জোন দেখার প্রযুক্তিতে বলের ৫০ শতাংশের বেশি লেগ স্ট্যাম্পের বাইরে পিচড করলে তা পিচড আউটসাইড লেগ হিসেবে গণ্য হবে। জাকেরের আউটের বেলায় বলের ৯৯ শতাংশই লেগ স্ট্যাম্পের বাইরে ছিল। আইসিসির নিয়মে তাই কোনোভাবেই আউট হন না জাকের আলী অনিক।

কিন্তু টিভি আম্পায়ার তানভিরের সিদ্ধান্তকে সঠিক বলে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছে বিসিবি। যে ব্যাখ্যায়, এই আউটটি বৈধতা পেয়েছে। বিসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, বলের যেকোনো হালকা অংশও পিচিং জোনে থাকলে তা পিচড ইন লাইন হিসেবে গণ্য করা হবে। টিভি আম্পায়ার এই নিয়মের কারণেই মাঠের আম্পায়ারের দেওয়া জাকের আলীর আউট বহাল রাখেন। এক্ষেত্রে মাঠের আম্পায়ার নট আউট দিলেও সিদ্ধান্ত বদলে আউট হয়ে যেত।’

অর্থাৎ বিসিবির এ ব্যাখ্যায় দেখা যাচ্ছে তাদের পরিচালনা করা এডিআরএসের নিয়মের সঙ্গে আইসিসির ডিআরএস নিয়মে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিসিবির ব্যাখ্যায় দেখা যায় আইসিসির নিয়ম বদলে গেছে বিপিএলে। বিসিবি জানায়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটি আউট। প্লেয়িং কন্ডিশনের ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ইন লাইন বলে ধরে নেওয়া হবে। তবে টুর্নামেন্টের আগে এই প্লেয়িং কন্ডিশনের কথা জানতো না ক্রিকেটাররা। জানতো কেবল আম্পায়াররা।

নিউজটি শেয়ার করুন

বিতর্কিত আউটের ভুতুড়ে ব্যাখ্যা বিসিবির

আপডেট সময় : ০২:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্ক যেনো পিছু ছাড়ছেই না। প্রায় প্রতি ম্যাচেই এডিআরএসের (অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম) সিদ্ধান্তে খুশী হতে পারছে না দলগুলো।

এই যেমন শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের ম্যাচে জাকের আলি অনিকের আউটের পর ক্ষোভে ফেঁটে পড়েন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, হাত-পা বাঁধা, কিছু বললে নিষিদ্ধ হয়ে যাব।

তবে সব ছাপিয়ে বিসিবি দিয়েছে নিজেদের মতো করে ব্যাখ্যা। আইসিসির নিয়মই তাহলে বদলে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! আইসিসির নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শনিবার বরিশাল-কুমিল্লা ম্যাচে থার্ড আম্পায়ারের দেয়া ভুল সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে রায় দেয়া হলো বিসিবির পক্ষ থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বিসিবি গত রাতে জাকের আলি অনিকের আউটের ব্যাখ্যা দিয়েছে, ‘বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বল (এডিআরএস এর ক্ষেত্রে) লেগ স্ট্যাম্পের লাইনে এক শতাংশ অংশে স্পর্শ করলে আম্পায়ার্স কল হিসেবে ব্যাটার আউট হবে।’

বিপিএলের এবারের প্লেয়িং কন্ডিশন অনুসারে জাকের আলি অনিকের লেগ বিফোর উইকেট অনফিল্ড আম্পায়ারের রাইট ডিসিশন ছিল।

টুর্নামেন্টের ম্যাচ খেলার কন্ডিশনের পরিশিষ্ট ডি ওয়ান-এ বলা হয়েছে যে, এডিআরএসে একটি বল ‘ইন-লাইন’ পিচ করেছে বলে বিবেচিত হবে যদি ‘বলের কোনো অংশ পিচিং জোনের ভিতরে থাকে।’

সংশ্লিষ্ট নিয়মের এই ব্যাখ্যা অনুসারে, বরিশাল-কুমিল্লার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান জাকের আলির বিরুদ্ধে অনফিল্ড আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউ (বলের পিচিং পয়েন্ট দেখানো ছবি) সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার।

টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বলের প্রায় পুরোটাই পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে। মাঠের পাশের বড় পর্দায় সেটা দেখার পর জাকের আলী অনিক মনে করেছেন তিনি বেঁচে গিয়েছেন; কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার তানভির আহমেদ, হতভম্ব হয়ে মাঠ ছাড়েন জাকের। ম্যাচ শেষে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও এই সিদ্ধান্তে চরম হতাশার কথা জানান।

এ ধরনের আউটের ক্ষেত্রে আইসিসির নিয়ম হলো, পিচিং জোন দেখার প্রযুক্তিতে বলের ৫০ শতাংশের বেশি লেগ স্ট্যাম্পের বাইরে পিচড করলে তা পিচড আউটসাইড লেগ হিসেবে গণ্য হবে। জাকেরের আউটের বেলায় বলের ৯৯ শতাংশই লেগ স্ট্যাম্পের বাইরে ছিল। আইসিসির নিয়মে তাই কোনোভাবেই আউট হন না জাকের আলী অনিক।

কিন্তু টিভি আম্পায়ার তানভিরের সিদ্ধান্তকে সঠিক বলে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছে বিসিবি। যে ব্যাখ্যায়, এই আউটটি বৈধতা পেয়েছে। বিসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, বলের যেকোনো হালকা অংশও পিচিং জোনে থাকলে তা পিচড ইন লাইন হিসেবে গণ্য করা হবে। টিভি আম্পায়ার এই নিয়মের কারণেই মাঠের আম্পায়ারের দেওয়া জাকের আলীর আউট বহাল রাখেন। এক্ষেত্রে মাঠের আম্পায়ার নট আউট দিলেও সিদ্ধান্ত বদলে আউট হয়ে যেত।’

অর্থাৎ বিসিবির এ ব্যাখ্যায় দেখা যাচ্ছে তাদের পরিচালনা করা এডিআরএসের নিয়মের সঙ্গে আইসিসির ডিআরএস নিয়মে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিসিবির ব্যাখ্যায় দেখা যায় আইসিসির নিয়ম বদলে গেছে বিপিএলে। বিসিবি জানায়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটি আউট। প্লেয়িং কন্ডিশনের ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ইন লাইন বলে ধরে নেওয়া হবে। তবে টুর্নামেন্টের আগে এই প্লেয়িং কন্ডিশনের কথা জানতো না ক্রিকেটাররা। জানতো কেবল আম্পায়াররা।