ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিজয় দেবরাকোন্ডাকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

বড় বাজেটের ছবি দিয়ে বলিউডে অভিষেক। মাইক টাইসনের মতো জনপ্রিয় হলিউড তারকা ছিলেন ছবিতে। ‘লাইগার’ নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডার। কিন্তু বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। উল্টো অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। সেই অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে বিজয়কে।

বুধবার (৩০ নভেম্বর) এজন্য হাজিরা দিয়েছেন বিজয়। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বিজয়ের দাবি, খ্যাতি বাড়লে এসবও জীবনের অংশ হয়ে যায়।
চলতি বছর অগস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘লাইগার’। এ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী তারকা বিজয়। এদিকে অনন্যা পাণ্ডে এবং বিজয় অভিনীত এ সিনেমা প্রশংসা তো পায়ইনি, উল্টে কয়েক মাসের মধ্যে আইনি সমস্যায় পড়ে।

সূত্রের খবর, ছবি বানাতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকা বৈধ নয় বলেই অভিযোগ ওঠে। তখন টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতাদের থেকে শুরু করে নায়ক-একে একে সবাইকে তলব করেছিল ইডি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিজয় জানান, জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে। পার্শ্বপ্রতিক্রিয়ার মতো। এটাও অভিজ্ঞতা। আমায় যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলাম। উত্তর দিয়েছি, যা জিজ্ঞাসা করা হয়েছে। আমাকে আর ডাকবে না।

চলতি বছর আগস্ট মাসে পুরী জগন্নাথের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘লাইগার’। অর্থের উৎস জানতে ছবির প্রযোজক চার্মে কউরকেও তলব করা হয়েছিল গত ১৭ নভেম্বর। বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) ভঙ্গ করার অভিযোগ উঠেছে। বৈদেশিক মুদ্রায় এ ছবি বানানো হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

নিউজটি শেয়ার করুন

বিজয় দেবরাকোন্ডাকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আপডেট সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : 

বড় বাজেটের ছবি দিয়ে বলিউডে অভিষেক। মাইক টাইসনের মতো জনপ্রিয় হলিউড তারকা ছিলেন ছবিতে। ‘লাইগার’ নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডার। কিন্তু বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। উল্টো অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। সেই অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে বিজয়কে।

বুধবার (৩০ নভেম্বর) এজন্য হাজিরা দিয়েছেন বিজয়। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বিজয়ের দাবি, খ্যাতি বাড়লে এসবও জীবনের অংশ হয়ে যায়।
চলতি বছর অগস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘লাইগার’। এ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী তারকা বিজয়। এদিকে অনন্যা পাণ্ডে এবং বিজয় অভিনীত এ সিনেমা প্রশংসা তো পায়ইনি, উল্টে কয়েক মাসের মধ্যে আইনি সমস্যায় পড়ে।

সূত্রের খবর, ছবি বানাতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকা বৈধ নয় বলেই অভিযোগ ওঠে। তখন টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতাদের থেকে শুরু করে নায়ক-একে একে সবাইকে তলব করেছিল ইডি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিজয় জানান, জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে। পার্শ্বপ্রতিক্রিয়ার মতো। এটাও অভিজ্ঞতা। আমায় যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলাম। উত্তর দিয়েছি, যা জিজ্ঞাসা করা হয়েছে। আমাকে আর ডাকবে না।

চলতি বছর আগস্ট মাসে পুরী জগন্নাথের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘লাইগার’। অর্থের উৎস জানতে ছবির প্রযোজক চার্মে কউরকেও তলব করা হয়েছিল গত ১৭ নভেম্বর। বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) ভঙ্গ করার অভিযোগ উঠেছে। বৈদেশিক মুদ্রায় এ ছবি বানানো হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।