ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাঘাবাড়ী নৌবন্দরের নাব্যতা সংকট কাটছে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / ৪৬৩ বার পড়া হয়েছে

বাঘাবাড়ী নৌবন্দরের নাব্যতা সংকট কাটছে না

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম :

দীর্ঘ  সময় অতিবাহিত হলেও উত্তরবঙ্গের বিখ্যাত বাঘাবাড়ী নৌ-বন্দরের নাব্যতা সংকট ‍কিছুতেই কাটছে না। নাব্যতা সংকটের কারণে এক সপ্তাহ হলো নৌ-বন্দরে আসতে পারছে না কোন প্রকারের মালবাহী জাহাজ। এ অবস্থা চলতে থাকলে আগামী ইরিগেশনে উত্তর বঙ্গের ১৬ জেলায় ১ দিকে দেখা দিবে সার সংকট, অপরদিকে দেখা দিবে তেল সংকট। কারণ; বাাঘাবাড়ি নৌ-বন্দরে বাফার গোডাউলে রাখা সার এবং পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানীর সংরক্ষিত তেল দিয়েই ওই প্রয়োজনীয়তা মিটানো হয়ে থাকে।
সরেজমিন ঘুরে জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে চট্টগ্রাম, মংলা নৌ-বন্দর রুটে পদ্মা, মেঘনা, যমুনা ও বড়াল নদীর বিভিন্ন পয়েন্টে ডুবো চর জেগে উঠায় এ রুটে নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন নৌ-বন্দর থেকে রাসায়নিক সার, পাথর, সিমেন্ট, ক্লিংকার এবং জ্বালানী তেলবাহী কার্গো জাহাজ সম্পূর্ণ লোড অবস্থায় বাঘাবাড়ি নৌ-বন্দরে আসতে পারছে না। প্রায় দেড় মাস এ জটিলতা থাকলেও ড্রাফ্ট কম-বেশির কারণে সামান্য মালামাল পরিবহন হতো। কিন্তু, প্রায় এক সপ্তাহ হলো এ জটিলতা চরম আকার ধারণ করেছে। এখন আর কোন জাহাজ-কার্গো বন্দরে আসতে পারছেনা। ফলে পাটুরিয়া ও বাঘাবাড়ির আগেই লাইটারেজের মাধ্যমে জাহাজ থেকে অর্থেকের ও কম মালামাল আনলোড করে খালাস করতে হচ্ছে। তবে সে মালামাল বাাঘাবাড়ি বন্দরে আনা সম্ভব হচ্ছে না। তেলবাহী জাহাজ (কার্গো) থেকে তো সেই আনলোড করা সম্ভব হচ্ছে না। বাঘাবাড়ি নৌ-বন্দরের লোড-আনলোড কাজের সাথে জড়িত প্রায় ৬ শতাধিক শ্রমিক বন্দরে জাহাজ ভীড়তে না পারায় কর্মহীন হয়ে পরা এ সকল শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে। বন্দরে খেটে খাওয়া শত শত শ্রমিক জানায়, ‘ডুবো চরের কারণে বাঘাবাড়ি বন্দরে জাহাজ নান আসায় আমরা বেকার হয়ে পড়েছি।’

তারা অভিযোগ করে বলেন, ‘বিআইডাব্লিউটিএ নজর না দেয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্তও কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেননি। চর নাকালিয়া, প্যাচাকোলা, মোল্লার চর, পাটুরিয়া এলাকায় নদীর পানি কমে যাওয়া এবং ডুবো চর জেগে উঠায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তারা জানান।’

এ বিষয়ে বাঘাবাড়ি নৌবন্দর লেবার হ্যান্ডেলিং এজেন্ট আবুল হোসেন বলেন, কোট কোট টাকা দিয়ে নৌ-বন্দর ইজারা নিয়েছি। জাহাজ বন্দরে ভীড়তে না পাড়ায় এক দিকে ক্ষতিগ্রস্থ আমরা ইজারাদার পক্ষ, অপরদিকে বেকার হয়ে পড়েছে প্রায় ৬ শতাধিক শ্রমিক। তিনি দ্রুত বিআইডাব্লিউটিএ -এর উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
জানাতে চাইলে বাঘাবাড়ি নৌ-বন্দর কর্মকর্তা ও বিআইডাব্লিউটিএ -এর উপ পরিচালক আসাদুজ্জামান বলেন, বাঘাবাড়ি নৌ-বন্দরের রুটে কোন নাব্যতা সংকট নেই। এ রুটে ৮ থেকে ১০ ফুট ড্রাফ্ট রয়েছে। নিয়ম অনুযায়ী এ ড্রাফটে ৮/১০ ফুট ড্রাফটের জাহাজই চলার কথা। সেখানে ১০ থেকে ১২ ফুট ড্রাফট নিলে সমস্যা হয়।উদ্ভুত পরিস্থিতি নিরসনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

বাঘাবাড়ী নৌবন্দরের নাব্যতা সংকট কাটছে না

আপডেট সময় : ০৩:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

আবুল কাশেম :

দীর্ঘ  সময় অতিবাহিত হলেও উত্তরবঙ্গের বিখ্যাত বাঘাবাড়ী নৌ-বন্দরের নাব্যতা সংকট ‍কিছুতেই কাটছে না। নাব্যতা সংকটের কারণে এক সপ্তাহ হলো নৌ-বন্দরে আসতে পারছে না কোন প্রকারের মালবাহী জাহাজ। এ অবস্থা চলতে থাকলে আগামী ইরিগেশনে উত্তর বঙ্গের ১৬ জেলায় ১ দিকে দেখা দিবে সার সংকট, অপরদিকে দেখা দিবে তেল সংকট। কারণ; বাাঘাবাড়ি নৌ-বন্দরে বাফার গোডাউলে রাখা সার এবং পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানীর সংরক্ষিত তেল দিয়েই ওই প্রয়োজনীয়তা মিটানো হয়ে থাকে।
সরেজমিন ঘুরে জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে চট্টগ্রাম, মংলা নৌ-বন্দর রুটে পদ্মা, মেঘনা, যমুনা ও বড়াল নদীর বিভিন্ন পয়েন্টে ডুবো চর জেগে উঠায় এ রুটে নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন নৌ-বন্দর থেকে রাসায়নিক সার, পাথর, সিমেন্ট, ক্লিংকার এবং জ্বালানী তেলবাহী কার্গো জাহাজ সম্পূর্ণ লোড অবস্থায় বাঘাবাড়ি নৌ-বন্দরে আসতে পারছে না। প্রায় দেড় মাস এ জটিলতা থাকলেও ড্রাফ্ট কম-বেশির কারণে সামান্য মালামাল পরিবহন হতো। কিন্তু, প্রায় এক সপ্তাহ হলো এ জটিলতা চরম আকার ধারণ করেছে। এখন আর কোন জাহাজ-কার্গো বন্দরে আসতে পারছেনা। ফলে পাটুরিয়া ও বাঘাবাড়ির আগেই লাইটারেজের মাধ্যমে জাহাজ থেকে অর্থেকের ও কম মালামাল আনলোড করে খালাস করতে হচ্ছে। তবে সে মালামাল বাাঘাবাড়ি বন্দরে আনা সম্ভব হচ্ছে না। তেলবাহী জাহাজ (কার্গো) থেকে তো সেই আনলোড করা সম্ভব হচ্ছে না। বাঘাবাড়ি নৌ-বন্দরের লোড-আনলোড কাজের সাথে জড়িত প্রায় ৬ শতাধিক শ্রমিক বন্দরে জাহাজ ভীড়তে না পারায় কর্মহীন হয়ে পরা এ সকল শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে। বন্দরে খেটে খাওয়া শত শত শ্রমিক জানায়, ‘ডুবো চরের কারণে বাঘাবাড়ি বন্দরে জাহাজ নান আসায় আমরা বেকার হয়ে পড়েছি।’

তারা অভিযোগ করে বলেন, ‘বিআইডাব্লিউটিএ নজর না দেয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্তও কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেননি। চর নাকালিয়া, প্যাচাকোলা, মোল্লার চর, পাটুরিয়া এলাকায় নদীর পানি কমে যাওয়া এবং ডুবো চর জেগে উঠায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তারা জানান।’

এ বিষয়ে বাঘাবাড়ি নৌবন্দর লেবার হ্যান্ডেলিং এজেন্ট আবুল হোসেন বলেন, কোট কোট টাকা দিয়ে নৌ-বন্দর ইজারা নিয়েছি। জাহাজ বন্দরে ভীড়তে না পাড়ায় এক দিকে ক্ষতিগ্রস্থ আমরা ইজারাদার পক্ষ, অপরদিকে বেকার হয়ে পড়েছে প্রায় ৬ শতাধিক শ্রমিক। তিনি দ্রুত বিআইডাব্লিউটিএ -এর উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
জানাতে চাইলে বাঘাবাড়ি নৌ-বন্দর কর্মকর্তা ও বিআইডাব্লিউটিএ -এর উপ পরিচালক আসাদুজ্জামান বলেন, বাঘাবাড়ি নৌ-বন্দরের রুটে কোন নাব্যতা সংকট নেই। এ রুটে ৮ থেকে ১০ ফুট ড্রাফ্ট রয়েছে। নিয়ম অনুযায়ী এ ড্রাফটে ৮/১০ ফুট ড্রাফটের জাহাজই চলার কথা। সেখানে ১০ থেকে ১২ ফুট ড্রাফট নিলে সমস্যা হয়।উদ্ভুত পরিস্থিতি নিরসনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।