ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট নিয়ে সুখবর দিল বিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৪৬৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক: সিলেটে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে টিকিট নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৮ মার্চ) টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ।

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, আগামী সিরিজ থেকেই টিকিট পাওয়া যাবে অনলাইনে। সেই অনুযায়ী আসন্ন আয়ারল্যান্ড সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইনে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বুধবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি, মাত্রই আমরা জানতে পারলাম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইট থেকেই এ টিকিট সংগ্রহ করা যাবে। এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।’

আগামী ১৮, ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ওয়ানডে। প্রথম দুইটি ওয়ানডে দুপুর ২টায় শুরু হলেও সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। সেখানে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে – ২৭, ২৯ ও ৩১ মার্চ। আর একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুরে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট নিয়ে সুখবর দিল বিসিবি

আপডেট সময় : ০৪:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক: সিলেটে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে টিকিট নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৮ মার্চ) টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ।

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, আগামী সিরিজ থেকেই টিকিট পাওয়া যাবে অনলাইনে। সেই অনুযায়ী আসন্ন আয়ারল্যান্ড সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইনে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বুধবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি, মাত্রই আমরা জানতে পারলাম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইট থেকেই এ টিকিট সংগ্রহ করা যাবে। এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।’

আগামী ১৮, ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ওয়ানডে। প্রথম দুইটি ওয়ানডে দুপুর ২টায় শুরু হলেও সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। সেখানে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে – ২৭, ২৯ ও ৩১ মার্চ। আর একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুরে।