ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৯৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। তার আগে নিজেদের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

তবে পরিবর্তন আসলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচিতে। দুইটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ রয়েছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুইটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম ম্যাচের সূচিতে আনা হয়েছে পরিবর্তন।

৪ সেপ্টেম্বরের ম্যাচটি একদিন এগিয়ে রবিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ম্যাচ এগিয়ে আসায় বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেকও একদিন আগেই হচ্ছে৷

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আফগানিস্তান তিনটি ম্যাচ খেলতে চায়। বাফুফেকে তারা আগেই জানিয়েছিল, দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলতে আগ্রহী তারা। আফগানদের দাবির পরিপ্রেক্ষিতে বাফুফে ফিফা ও এএফসির কাছে আবেদন করে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘ম্যাচটি ৪ সেপ্টেম্বর হলে ফিফার স্বীকৃতি পাওয়া যেতো না, যে কারণে একদিন এগিয়ে আনা হয়েছে। এরইমধ্যে পুনর্নির্ধারিত সূচির অনুমোদন দিয়েছে ফিফা।’

প্রথম ম্যাচের দিন এগিয়ে আসলেও পূর্বের সময়সূচিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিকেল পাঁচটায় কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচকে সামনে রেখে ক্যাম্পের জন্য ৩২ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

এরপর গত ২০ আগস্ট থেকে অনুশীলন শুরু করেছে জামাল-জিকোরা। ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে আফগানিস্তান ফুটবল দলও।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন

আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

আগামী অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। তার আগে নিজেদের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

তবে পরিবর্তন আসলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচিতে। দুইটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ রয়েছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুইটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম ম্যাচের সূচিতে আনা হয়েছে পরিবর্তন।

৪ সেপ্টেম্বরের ম্যাচটি একদিন এগিয়ে রবিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ম্যাচ এগিয়ে আসায় বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেকও একদিন আগেই হচ্ছে৷

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আফগানিস্তান তিনটি ম্যাচ খেলতে চায়। বাফুফেকে তারা আগেই জানিয়েছিল, দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলতে আগ্রহী তারা। আফগানদের দাবির পরিপ্রেক্ষিতে বাফুফে ফিফা ও এএফসির কাছে আবেদন করে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘ম্যাচটি ৪ সেপ্টেম্বর হলে ফিফার স্বীকৃতি পাওয়া যেতো না, যে কারণে একদিন এগিয়ে আনা হয়েছে। এরইমধ্যে পুনর্নির্ধারিত সূচির অনুমোদন দিয়েছে ফিফা।’

প্রথম ম্যাচের দিন এগিয়ে আসলেও পূর্বের সময়সূচিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিকেল পাঁচটায় কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচকে সামনে রেখে ক্যাম্পের জন্য ৩২ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

এরপর গত ২০ আগস্ট থেকে অনুশীলন শুরু করেছে জামাল-জিকোরা। ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে আফগানিস্তান ফুটবল দলও।