ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশের সুরোর হাতে থাই বক্সার কুপোকাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ৪৬২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবার রাজধানীতে হলো বক্সিং খেলা। তবে এবারের বক্সিংয়ে ছিলো ভিন্নতা। কারণ দেশে প্রথমবারের মতো নারী পেশাদার বক্সিংয়ের পথচলা শুরু হলো ‘আন্তর্জাতিক বক্সিং ফাইট নাইট’ এর মাধ্যমে। যেখানে সবচেয়ে আকর্ষণ ছিল ইংল্যান্ডের রুকসানার সঙ্গে বাংলাদেশের তানজিলার লড়াই।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের বল রুমের মাঝে চলে বক্সিংয়ের এই ফাইট।ইংল্যান্ডের রুকসানার সঙ্গে বাংলাদেশের তানজিলার লড়াই ছিলো দুর্দান্ত। প্রথম চার রাউন্ডে যথেষ্ট লড়াই করেছেন তানজিলা। শেষ ৬ রাউন্ডে বিশ্বখ্যাত বক্সারের সঙ্গে পেরে উঠেননি।

সারাবিশ্বে পদক জেতা রুকসানা এখানে বেল্ট জিতে বেশ উচ্ছ্বসিত। ম্যাচ জিতে তিনি বলেন,বাংলাদেশে জিতে বাড়তি আনন্দ পাচ্ছি। এখানকার পরিবেশ, আতিথিয়েতা সকল কিছুই দারুণ’। তানজিলার সঙ্গে লড়াটাও উপভোগ করেছেন এই বক্সার।

তবে তানজিলা-রুকসানা লড়াইয়ের পর রিংয়ে নেমে চমক দেখিয়েছেন বাংলাদেশের সুরকৃষ্ণ চাকমা। তিনি খেলেছেন লাইটওয়েট ক্যাটাগরিতে। ছয় রাউন্ডের ম্যাচে তিনি দ্বিতীয় রাউন্ডেই নকআউট করে দেন থাইল্যান্ডের চ্যাম্পিয়ন বক্সার পোনলাওয়াত নানচিন্দাকে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সুরোর হাতে থাই বক্সার কুপোকাত

আপডেট সময় : ১০:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

ক্রীড়া ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবার রাজধানীতে হলো বক্সিং খেলা। তবে এবারের বক্সিংয়ে ছিলো ভিন্নতা। কারণ দেশে প্রথমবারের মতো নারী পেশাদার বক্সিংয়ের পথচলা শুরু হলো ‘আন্তর্জাতিক বক্সিং ফাইট নাইট’ এর মাধ্যমে। যেখানে সবচেয়ে আকর্ষণ ছিল ইংল্যান্ডের রুকসানার সঙ্গে বাংলাদেশের তানজিলার লড়াই।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের বল রুমের মাঝে চলে বক্সিংয়ের এই ফাইট।ইংল্যান্ডের রুকসানার সঙ্গে বাংলাদেশের তানজিলার লড়াই ছিলো দুর্দান্ত। প্রথম চার রাউন্ডে যথেষ্ট লড়াই করেছেন তানজিলা। শেষ ৬ রাউন্ডে বিশ্বখ্যাত বক্সারের সঙ্গে পেরে উঠেননি।

সারাবিশ্বে পদক জেতা রুকসানা এখানে বেল্ট জিতে বেশ উচ্ছ্বসিত। ম্যাচ জিতে তিনি বলেন,বাংলাদেশে জিতে বাড়তি আনন্দ পাচ্ছি। এখানকার পরিবেশ, আতিথিয়েতা সকল কিছুই দারুণ’। তানজিলার সঙ্গে লড়াটাও উপভোগ করেছেন এই বক্সার।

তবে তানজিলা-রুকসানা লড়াইয়ের পর রিংয়ে নেমে চমক দেখিয়েছেন বাংলাদেশের সুরকৃষ্ণ চাকমা। তিনি খেলেছেন লাইটওয়েট ক্যাটাগরিতে। ছয় রাউন্ডের ম্যাচে তিনি দ্বিতীয় রাউন্ডেই নকআউট করে দেন থাইল্যান্ডের চ্যাম্পিয়ন বক্সার পোনলাওয়াত নানচিন্দাকে।