ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫২৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করে নজির গড়েছিল পাকিস্তান। প্রতিপক্ষ দুর্বল বলে বাবর আজমরা এমন সাহস দেখাতে পেরেছে বলে মত ছিল অনেকের। তবে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগেও একই কাণ্ড করে পাকিস্তান।

এবার বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামার আগের দিনই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান। একাদশে এসেছে এক পরিবর্তন। মোহাম্মদ নওয়াজের স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে হাইভোল্টেজ ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের একাদশ জানায় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ওই ম্যাচেও ওপেনিং করবেন ফখর জামান এবং ইমাম-উল-হক। তিনে দেখা যাবে পাক অধিনায়ক বাবর আজমকে। ব্যাটিং অর্ডারে চার নম্বরে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকবেন যথাক্রমে সালমান আগা ও ইফতেখার আহমেদ। ভারতের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে রান বেশি দেয়ায় নওয়াজ বাদ পড়েছেন, জায়গা পেয়েছেন ফাহিম পাঁচ নম্বরে দেখা যেতে পারে তাকে। শাদাব স্পিনের দায়িত্বে থাকার পাশাপাশি ব্যাটিংয়ে ছয় নম্বরে দেখা যেতে পারে। হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহই সামলাবেন পাকিস্তানের মূল বোলিং লাইন।

পাকিস্তানের একাদশ : ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা করল পাকিস্তান

আপডেট সময় : ১১:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

নেপালের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করে নজির গড়েছিল পাকিস্তান। প্রতিপক্ষ দুর্বল বলে বাবর আজমরা এমন সাহস দেখাতে পেরেছে বলে মত ছিল অনেকের। তবে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগেও একই কাণ্ড করে পাকিস্তান।

এবার বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামার আগের দিনই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান। একাদশে এসেছে এক পরিবর্তন। মোহাম্মদ নওয়াজের স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে হাইভোল্টেজ ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের একাদশ জানায় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ওই ম্যাচেও ওপেনিং করবেন ফখর জামান এবং ইমাম-উল-হক। তিনে দেখা যাবে পাক অধিনায়ক বাবর আজমকে। ব্যাটিং অর্ডারে চার নম্বরে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকবেন যথাক্রমে সালমান আগা ও ইফতেখার আহমেদ। ভারতের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে রান বেশি দেয়ায় নওয়াজ বাদ পড়েছেন, জায়গা পেয়েছেন ফাহিম পাঁচ নম্বরে দেখা যেতে পারে তাকে। শাদাব স্পিনের দায়িত্বে থাকার পাশাপাশি ব্যাটিংয়ে ছয় নম্বরে দেখা যেতে পারে। হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহই সামলাবেন পাকিস্তানের মূল বোলিং লাইন।

পাকিস্তানের একাদশ : ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।