ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফাইনালে ওঠার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
অ্যাডিলেড ওভালে টি–-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ম্যাচে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ইংলিশদের এই সিদ্ধান্ত যে ভারতও চেয়েছিল, সেটা ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখ থেকেই জানা গেল। তিনি বললেন, আমরা যেভাবেই হোক আগে ব্যাট করতাম। আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমরা সব টুর্নামেন্টে যেমন খেলি, তেমনভাবে খেলার আরেকটি সুযোগ আমাদের সামনে। নার্ভ ধরে রাখা এবং শেষ পর্যন্ত খেলাটি নেওয়া গুরুত্বপূর্ণ। আমরা সাম্প্রতিক বছরগুলিতে এই ছেলেদের নিয়েই খেলেছি এবং আমরা জানি তাদের কী শক্তি-দুর্বলতা রয়েছে। এটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ। শান্ত থাকা এবং নিজেদের পরিকল্পনায় স্থির থাকাটা গুরুত্বপূর্ণ।

এ মাঠের স্কয়ারে বাউন্ডারি বেশ ছোট, ৬০-৬৫ মিটার। তবে স্ট্রেইট বাউন্ডারি প্রায় ৮০ মিটার। দুই দলের কৌশল স্বাভাবিকভাবেই পরিবর্তন করতে হবে সে অনুযায়ী। ভারত এর আগে এ মাঠে বাংলাদেশকে হারিয়েছে। তবে, অ্যাডিলেডে ইংল্যান্ডের এটিই প্রথম ম্যাচ।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টসে হারা কোনো দল জিততে পারেনি। প্রথম ইনিংসে গড় স্কোর ১৫৭ রান।

ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, ক্রিস ওকস, স্যাম কারেন, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং।

১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে যারাই জিতবে তারা ফাইনালে লড়বে পাকিস্তানের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

ফাইনালে ওঠার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

আপডেট সময় : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
অ্যাডিলেড ওভালে টি–-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ম্যাচে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ইংলিশদের এই সিদ্ধান্ত যে ভারতও চেয়েছিল, সেটা ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখ থেকেই জানা গেল। তিনি বললেন, আমরা যেভাবেই হোক আগে ব্যাট করতাম। আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমরা সব টুর্নামেন্টে যেমন খেলি, তেমনভাবে খেলার আরেকটি সুযোগ আমাদের সামনে। নার্ভ ধরে রাখা এবং শেষ পর্যন্ত খেলাটি নেওয়া গুরুত্বপূর্ণ। আমরা সাম্প্রতিক বছরগুলিতে এই ছেলেদের নিয়েই খেলেছি এবং আমরা জানি তাদের কী শক্তি-দুর্বলতা রয়েছে। এটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ। শান্ত থাকা এবং নিজেদের পরিকল্পনায় স্থির থাকাটা গুরুত্বপূর্ণ।

এ মাঠের স্কয়ারে বাউন্ডারি বেশ ছোট, ৬০-৬৫ মিটার। তবে স্ট্রেইট বাউন্ডারি প্রায় ৮০ মিটার। দুই দলের কৌশল স্বাভাবিকভাবেই পরিবর্তন করতে হবে সে অনুযায়ী। ভারত এর আগে এ মাঠে বাংলাদেশকে হারিয়েছে। তবে, অ্যাডিলেডে ইংল্যান্ডের এটিই প্রথম ম্যাচ।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টসে হারা কোনো দল জিততে পারেনি। প্রথম ইনিংসে গড় স্কোর ১৫৭ রান।

ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, ক্রিস ওকস, স্যাম কারেন, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং।

১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে যারাই জিতবে তারা ফাইনালে লড়বে পাকিস্তানের বিপক্ষে।