ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরে ৫ কেজি চাউলের আশায় ভোর থেকেই দীর্ঘ লাইন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর  :

সরকারী ঘোষণা অনুযায়ী পৌর এলাকায় নির্ধারিত কিছু ওয়ার্ড এ হতদরিদ্র  ও অসহায় পরিবারের জন্য ডিলারদের মাধ্যমে সরকারী ছুটি ব্যতীত প্রতিদিন ৫ কেজি করে চাল , ৩০ টাকা দরে ও ৩ কেজি আটা ২৪ টাকা দরে ১৬৮ জনকে দেয়া হয় ।  কিন্তু হতদরিদ্র পরিবারের জনগন ভোর ৫ টা থেকেই ফরিদপুর শহরের টেপাখোলা বাজারে জলিল মীর ডিলারের দোকানের সামনে পুরুষ – মহিলারা দীর্ঘ লাইন ধরে চাল, আটা সরবারহের ৪/৫ ঘন্টা পূর্বেই লাইন ধরে অপেক্ষা করতে থাকে ।
সরকারী নিয়ম অনুযায়ী সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এই চাউল ও আটা দেবার নিয়ম থাকলে ও ২/১ ঘন্টার মধ্যেই সরব্রাহ শেষ হয়ে যায় । এতে অনেকে পায় , আবার অনেকেই না পেয়ে খালি হাতে ফিরে যায় ।
চাউল , আটা না পাওয়া হাজেরা বেগন জানান ,  আমি দীর্ঘ ২ ঘন্টা অপেক্ষা করে কিছুই পাই নাই , তার আগেই সব শেষ বিক্রী হয়ে গেছে ।
রিকশা চালক আমজাদ জানান , চাউল নিতে আসলে সারা দিনের কাজ বন্ধ থাকে , আবার কাজে চলে গেলে এদিক এসে চাউল , আটা পাই না । অনেকেই নামাজের পরে এসে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে তারপরে ও অনেকে খালি হাতে ফেরত যান ।
মরজিনা এক বৃদ্ধা জানান , আমরা বাসা বাড়িতে কাজ করি , এমন সময় আটা , চাল সরবরাহ  করা হয় তখন আমাদের বাসা বাড়িতে বা ইট ভাটায় গিয়ে কাজ করতে হয়।  এ ধরনের সমস্যার জন্য আমরা সময় মত আসতে পারি না , আসলেও দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় ।
চাল না পাওয়ার ক্ষোভে রাজ্জাক , কামাল , হাজেরা বেগম , সুফিয়া খাতুন নামের একাধিক হত দরিদ্ররা জানান , আমাদের দাবি সরকারের নিকট আমরা যেন বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কাজ শেষ করে বিকেলে চাল ও আটা সংগ্রহ করতে পারি সে ব্যবস্থা করে দিলে আমরা কিছুটা সুবিধা ভোগ করতে পারি ।
ফরিদপুরের সুধী মহল জানান , হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায্য মুল্যে সরকারের চাল , আটা দেওয়া পদ্ধতিটা ভালো কিন্তু এ পদ্ধতিটা পরিবর্তন করে বিকেল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ধার্য করা হলে হতদরিদ্র পরিবারের লোকগুলো সারাদিন কাজকর্ম করে আটা – চাল সংগ্রহ করতে পারে এবং সরকারের পরিকল্পনাটি শতভাগ বাস্তবায়নে রুপ নিবে ।
বা/খ: এসআর।[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ৫ কেজি চাউলের আশায় ভোর থেকেই দীর্ঘ লাইন 

আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর  :

সরকারী ঘোষণা অনুযায়ী পৌর এলাকায় নির্ধারিত কিছু ওয়ার্ড এ হতদরিদ্র  ও অসহায় পরিবারের জন্য ডিলারদের মাধ্যমে সরকারী ছুটি ব্যতীত প্রতিদিন ৫ কেজি করে চাল , ৩০ টাকা দরে ও ৩ কেজি আটা ২৪ টাকা দরে ১৬৮ জনকে দেয়া হয় ।  কিন্তু হতদরিদ্র পরিবারের জনগন ভোর ৫ টা থেকেই ফরিদপুর শহরের টেপাখোলা বাজারে জলিল মীর ডিলারের দোকানের সামনে পুরুষ – মহিলারা দীর্ঘ লাইন ধরে চাল, আটা সরবারহের ৪/৫ ঘন্টা পূর্বেই লাইন ধরে অপেক্ষা করতে থাকে ।
সরকারী নিয়ম অনুযায়ী সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এই চাউল ও আটা দেবার নিয়ম থাকলে ও ২/১ ঘন্টার মধ্যেই সরব্রাহ শেষ হয়ে যায় । এতে অনেকে পায় , আবার অনেকেই না পেয়ে খালি হাতে ফিরে যায় ।
চাউল , আটা না পাওয়া হাজেরা বেগন জানান ,  আমি দীর্ঘ ২ ঘন্টা অপেক্ষা করে কিছুই পাই নাই , তার আগেই সব শেষ বিক্রী হয়ে গেছে ।
রিকশা চালক আমজাদ জানান , চাউল নিতে আসলে সারা দিনের কাজ বন্ধ থাকে , আবার কাজে চলে গেলে এদিক এসে চাউল , আটা পাই না । অনেকেই নামাজের পরে এসে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে তারপরে ও অনেকে খালি হাতে ফেরত যান ।
মরজিনা এক বৃদ্ধা জানান , আমরা বাসা বাড়িতে কাজ করি , এমন সময় আটা , চাল সরবরাহ  করা হয় তখন আমাদের বাসা বাড়িতে বা ইট ভাটায় গিয়ে কাজ করতে হয়।  এ ধরনের সমস্যার জন্য আমরা সময় মত আসতে পারি না , আসলেও দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় ।
চাল না পাওয়ার ক্ষোভে রাজ্জাক , কামাল , হাজেরা বেগম , সুফিয়া খাতুন নামের একাধিক হত দরিদ্ররা জানান , আমাদের দাবি সরকারের নিকট আমরা যেন বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কাজ শেষ করে বিকেলে চাল ও আটা সংগ্রহ করতে পারি সে ব্যবস্থা করে দিলে আমরা কিছুটা সুবিধা ভোগ করতে পারি ।
ফরিদপুরের সুধী মহল জানান , হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায্য মুল্যে সরকারের চাল , আটা দেওয়া পদ্ধতিটা ভালো কিন্তু এ পদ্ধতিটা পরিবর্তন করে বিকেল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ধার্য করা হলে হতদরিদ্র পরিবারের লোকগুলো সারাদিন কাজকর্ম করে আটা – চাল সংগ্রহ করতে পারে এবং সরকারের পরিকল্পনাটি শতভাগ বাস্তবায়নে রুপ নিবে ।
বা/খ: এসআর।[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]