ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি

ফরিদপুরে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন যাত্রা 

নাজিম বকাউল
  • আপডেট সময় : ০৬:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ৬০১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// নাজিম বকাউল, বিশেষ প্রতিনিধি //
ফরিদপুর জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৪ টি ওয়ার্ড  পদ্মা নদীর পূর্ব পারে অবস্থিত । উক্ত এলাকায় চলাচলের কোন রাস্তা ঘাট ছিল না । ফরিদপুর শহর থেকে নর্থ চ্যানেল ইউনিয়নের উক্ত (১ থেকে ৪ নং) ওয়ার্ডে যাওয়ার বিকল্প রাস্তা শুধু নৌপথ (নৌকা ও ট্রলার)।  ক্ষেতের ফসলী জমির আইল দিয়ে চলাফেরা করা লাগতো ওই চরাঞ্চলের এলাকাবাসীদের । ক্ষেত থেকে পাট , ধান , গম ইত্যাদি ফসল কেটে বাড়ি আনার জন্য এক মাত্র অবলম্বন ছিল মাথায় করে ও ঘোড়ার গাড়িতে করে ।  তবে এ সরকারের উন্নয়নে বর্তমানের প্রেক্ষাপট পাল্টে গেছে চরাঞ্চলবাসীর। ভাগ্য খুলে দিয়েছে স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) ।
স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) সুত্রে জানা যায় ,  বিচ্ছিন্ন চর এলাকাবাসীর কষ্ট লাঘবের কারণে নর্থ চ্যানেল ইউনিয়নে ২০১৭/২০১৮ অর্থ বছরে গ্রাম অবকাঠামো উন্নয়নের জন্য সড়ক নির্মাণ করার জন্য দরপত্র আহবান করা হয়। যার সাথে রয়েছে একাধিক কালভারট , ব্রিজ , মাটি ভরাট ও ইট দিয়ে এইচবিবি রাস্তা । দরপত্র আহবানের ৪ বছর পরে ২০২৩ সালে উক্ত দরপত্রে আহবানের গ্রামীণ উন্নয়নের কাজ গুলো শুরু হয়েছে এবং নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার পূর্ব পাড়ের ৪ টি ওয়ার্ডের জনগণ সুফল পাচ্ছেন এবং রাস্তাগুলো প্রশস্ত ও দৃশ্যমান । চোখে পরলেই মনে হয় আমরা যেন একটি পর্যটন এলাকায় অবস্থান করছি ।  এখন পর্যন্ত এইচবিবি রাস্তার সাড়ে ১৩ কিলোমিটার কাজ  সম্পূর্ণ হয়েছে যার ব্যয় হয়েছে ১১ কোটি ৯৮ লক্ষ । এছাড়া চলমান নতুন এইচবিবি ১০ কিঃ মিঃ রাস্তার কাজ চলমান রয়েছে যার মুল্য ৭ কোটি ৪২ লাখ টাকা ।
এ ব্যাপারে নর্থ চ্যানেলের চরাঞ্চলের বসবাসকারী জনগণেরা জানান, দীর্ঘ ৫০ বছর পরে আমরা চলাচল করার জন্য ও জমি থেকে ফসল বাড়ি আনার জন্য রাস্তা পেয়েছি । যা কোনদিন আশা করতে পারি নাই । এ চরাঞ্চলে এ ধরণের অবকাঠামো হবে, আমরা ভ্যান , গাড়ি দিয়ে চলাচল করতে  পারবো তা ভাবিই নি ।
তারা আরো জানান , বর্ষা মৌসুম ব্যতীত শহর থেকে ট্রলারে পাড় হয়ে এলাকায় এসে ক্ষেতের হাল দিয়ে কিছু কিছু এলাকায় মোটর সাইকেলে যেতে হতো । কিন্তু এখন আর লাগবে না রাস্তা গুলো হবার কারণে । এছাড়া এলাকার ছাত্র ছাত্রীরা দ্রুত সময়ে স্কুল, মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। এলাকার কেউ অসুস্থ হলে দ্রুত সময়ে উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে পারছি ।
ফরিদপুরে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন যাত্রা 
চরাঞ্চলের এলাকাবাসীরা আরো জানান, এতো সুন্দর ও প্রশস্ত রাস্তা পেয়ে আমরা খুব চরাঞ্চল বাসী অনেক উপকৃত হয়েছি । সড়ক নির্মাণের কাজ গুলি খুবই ভালোমানের হয়েছে  এবং রাস্তা নির্মাণের সময় আমরা নিজেরা নিয়মিত দেখভাল করেছি কাজের গুনগত মান ঠিক থাকার জন্য।
এ বিষয়ে নর্থ চ্যানেল ইউনিয়ন চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন জানান , দীর্ঘ দিনের অনুন্নত পদ্মার পাড়ের বিচ্ছিন্ন এলাকার জনসাধারনকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমার ওয়ার্ডের বিচ্ছিন্ন ৪টি ওয়ার্ডকে দৃশ্যমান ২০.৫০ কিলোমিটার সড়কসহ একাধিক ব্রিজ , কালভারট নির্মাণ করে দিয়ে এলাকাটিকে একটি শহরতলীর পরিবেশ তৈরি করে দিয়েছেন । আমি স্থানীয় প্রকৌশল অধিদপ্তরকে এ ইউনিয়ন এর চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি ।
ফরিদপুর সদর উপজেলার সহকারী প্রকৌশলী শামসুল আলম জানান , অনেক বাঁধা–বিপত্তির মধ্যে দিয়ে ও বিচ্ছিন্ন এ জনপদটিকে যোগাযোগ ব্যবস্থার উপযোগী করে তুলেছি । তিনি আরো জানান, উক্ত এলাকায় সড়ক নির্মাণ সামগ্রী পৌঁছানোর কোন ভাল সড়ক ব্যবস্থা না থাকায় ভেঙ্গে ভেঙ্গে তা নির্মাণ স্থানে তা পৌঁছানো হয়েছে ।  সর্বমোট সাড়ে ১৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে । আর ১০ কিলোমিটার রাস্তার কাজ চলমান । আশাকরছি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো ।

নিউজটি শেয়ার করুন

যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি

ফরিদপুরে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন যাত্রা 

আপডেট সময় : ০৬:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
// নাজিম বকাউল, বিশেষ প্রতিনিধি //
ফরিদপুর জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৪ টি ওয়ার্ড  পদ্মা নদীর পূর্ব পারে অবস্থিত । উক্ত এলাকায় চলাচলের কোন রাস্তা ঘাট ছিল না । ফরিদপুর শহর থেকে নর্থ চ্যানেল ইউনিয়নের উক্ত (১ থেকে ৪ নং) ওয়ার্ডে যাওয়ার বিকল্প রাস্তা শুধু নৌপথ (নৌকা ও ট্রলার)।  ক্ষেতের ফসলী জমির আইল দিয়ে চলাফেরা করা লাগতো ওই চরাঞ্চলের এলাকাবাসীদের । ক্ষেত থেকে পাট , ধান , গম ইত্যাদি ফসল কেটে বাড়ি আনার জন্য এক মাত্র অবলম্বন ছিল মাথায় করে ও ঘোড়ার গাড়িতে করে ।  তবে এ সরকারের উন্নয়নে বর্তমানের প্রেক্ষাপট পাল্টে গেছে চরাঞ্চলবাসীর। ভাগ্য খুলে দিয়েছে স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) ।
স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) সুত্রে জানা যায় ,  বিচ্ছিন্ন চর এলাকাবাসীর কষ্ট লাঘবের কারণে নর্থ চ্যানেল ইউনিয়নে ২০১৭/২০১৮ অর্থ বছরে গ্রাম অবকাঠামো উন্নয়নের জন্য সড়ক নির্মাণ করার জন্য দরপত্র আহবান করা হয়। যার সাথে রয়েছে একাধিক কালভারট , ব্রিজ , মাটি ভরাট ও ইট দিয়ে এইচবিবি রাস্তা । দরপত্র আহবানের ৪ বছর পরে ২০২৩ সালে উক্ত দরপত্রে আহবানের গ্রামীণ উন্নয়নের কাজ গুলো শুরু হয়েছে এবং নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার পূর্ব পাড়ের ৪ টি ওয়ার্ডের জনগণ সুফল পাচ্ছেন এবং রাস্তাগুলো প্রশস্ত ও দৃশ্যমান । চোখে পরলেই মনে হয় আমরা যেন একটি পর্যটন এলাকায় অবস্থান করছি ।  এখন পর্যন্ত এইচবিবি রাস্তার সাড়ে ১৩ কিলোমিটার কাজ  সম্পূর্ণ হয়েছে যার ব্যয় হয়েছে ১১ কোটি ৯৮ লক্ষ । এছাড়া চলমান নতুন এইচবিবি ১০ কিঃ মিঃ রাস্তার কাজ চলমান রয়েছে যার মুল্য ৭ কোটি ৪২ লাখ টাকা ।
এ ব্যাপারে নর্থ চ্যানেলের চরাঞ্চলের বসবাসকারী জনগণেরা জানান, দীর্ঘ ৫০ বছর পরে আমরা চলাচল করার জন্য ও জমি থেকে ফসল বাড়ি আনার জন্য রাস্তা পেয়েছি । যা কোনদিন আশা করতে পারি নাই । এ চরাঞ্চলে এ ধরণের অবকাঠামো হবে, আমরা ভ্যান , গাড়ি দিয়ে চলাচল করতে  পারবো তা ভাবিই নি ।
তারা আরো জানান , বর্ষা মৌসুম ব্যতীত শহর থেকে ট্রলারে পাড় হয়ে এলাকায় এসে ক্ষেতের হাল দিয়ে কিছু কিছু এলাকায় মোটর সাইকেলে যেতে হতো । কিন্তু এখন আর লাগবে না রাস্তা গুলো হবার কারণে । এছাড়া এলাকার ছাত্র ছাত্রীরা দ্রুত সময়ে স্কুল, মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। এলাকার কেউ অসুস্থ হলে দ্রুত সময়ে উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে পারছি ।
ফরিদপুরে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন যাত্রা 
চরাঞ্চলের এলাকাবাসীরা আরো জানান, এতো সুন্দর ও প্রশস্ত রাস্তা পেয়ে আমরা খুব চরাঞ্চল বাসী অনেক উপকৃত হয়েছি । সড়ক নির্মাণের কাজ গুলি খুবই ভালোমানের হয়েছে  এবং রাস্তা নির্মাণের সময় আমরা নিজেরা নিয়মিত দেখভাল করেছি কাজের গুনগত মান ঠিক থাকার জন্য।
এ বিষয়ে নর্থ চ্যানেল ইউনিয়ন চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন জানান , দীর্ঘ দিনের অনুন্নত পদ্মার পাড়ের বিচ্ছিন্ন এলাকার জনসাধারনকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমার ওয়ার্ডের বিচ্ছিন্ন ৪টি ওয়ার্ডকে দৃশ্যমান ২০.৫০ কিলোমিটার সড়কসহ একাধিক ব্রিজ , কালভারট নির্মাণ করে দিয়ে এলাকাটিকে একটি শহরতলীর পরিবেশ তৈরি করে দিয়েছেন । আমি স্থানীয় প্রকৌশল অধিদপ্তরকে এ ইউনিয়ন এর চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি ।
ফরিদপুর সদর উপজেলার সহকারী প্রকৌশলী শামসুল আলম জানান , অনেক বাঁধা–বিপত্তির মধ্যে দিয়ে ও বিচ্ছিন্ন এ জনপদটিকে যোগাযোগ ব্যবস্থার উপযোগী করে তুলেছি । তিনি আরো জানান, উক্ত এলাকায় সড়ক নির্মাণ সামগ্রী পৌঁছানোর কোন ভাল সড়ক ব্যবস্থা না থাকায় ভেঙ্গে ভেঙ্গে তা নির্মাণ স্থানে তা পৌঁছানো হয়েছে ।  সর্বমোট সাড়ে ১৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে । আর ১০ কিলোমিটার রাস্তার কাজ চলমান । আশাকরছি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো ।