ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরে আদার কেজি ৩শ’ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ৪৬৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// নজিম বাউল, বিশেষ প্রতিনিধি //

ফরিদপুরে দুই/এক দিন আগেও  বাজারে আদা বিক্রি হয়েছে একশত টাকা কেজি ধরে। আজ বাজারে সেই একই আদা খুরচা বাজারে বিক্রি হচ্ছে তিনশত টাকা ধরে। অর্থাৎ দুই দিনের ব‍্যবধানে দুইশত টাকা দাম বেড়েছে। এ নিয়ে কারো কোন মাথা ব‍্যথা নেই কারো। বাজারে গিয়ে শুধু দেখা যায় মধ্যবিত্ত পরিবারের আহাজারি। কি কারণে এবং কেন দুই  এক দিনের মধ্যে দুই শত টাকা দাম বাড়লো কেউ কোন উত্তর দিতে পারে নাই।
ফরিদপুরের টেপাখোলা বাজারে বাজার করতে আসা রমজান, আসাদ, কামাল সহ একাধিক ব‍্যাক্তিরা জানান কয়েক দিন পর পর এক একটি খাদ‍্য দ্রব‍্যর উপর শয়তানের দৃষ্টি পরে। এবার দৃষ্টি পরছে আদার উপর। আমাদের কারো কাছে এ কথা বলার অধিকার নেই। আমারা দেশের
শিয়াল কুকুর মনে হয়। তারা আরো বলেন, ফরিদপুরের রাজনৈতিক নেতাদের কোন ভূমিকা নেই। তারা ব‍্যস্ত আছেন কে আগামী দ্বাদশ নির্বাচনে মনোনয়ন পাবে বা কিভাবে মনোনয়ন নেওয়া যায়। ইদানিং দেখছি তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জনসভা করছে।
এর মধ্যে কিছু পাতি নেতারা আছে শীর্ষ নেতাদের নাম ব‍্যবহার করে  বালু ব‍্যবসা ও বাজারের খাজনা ও ঘাটের খাজনা উঠানের ভাগের ধান্ধায়।
হঠাৎ কেন আদার দাম বড়লো এ বিষয়ে খুরচা দোকানী সত্য, সাঈদ গংরা জানান,  আমারা কিছুই জানি না।
বাজারের আড়তে আদা কিনতে গিয়ে দেখি দাম বেড়েছে। আমারা কি করবো ব‍্যবসা করতে হলে আনতেই হবে তাই বেশি দাম দিয়েই কিনতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে আদার কেজি ৩শ’ টাকা

আপডেট সময় : ০১:৪৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

// নজিম বাউল, বিশেষ প্রতিনিধি //

ফরিদপুরে দুই/এক দিন আগেও  বাজারে আদা বিক্রি হয়েছে একশত টাকা কেজি ধরে। আজ বাজারে সেই একই আদা খুরচা বাজারে বিক্রি হচ্ছে তিনশত টাকা ধরে। অর্থাৎ দুই দিনের ব‍্যবধানে দুইশত টাকা দাম বেড়েছে। এ নিয়ে কারো কোন মাথা ব‍্যথা নেই কারো। বাজারে গিয়ে শুধু দেখা যায় মধ্যবিত্ত পরিবারের আহাজারি। কি কারণে এবং কেন দুই  এক দিনের মধ্যে দুই শত টাকা দাম বাড়লো কেউ কোন উত্তর দিতে পারে নাই।
ফরিদপুরের টেপাখোলা বাজারে বাজার করতে আসা রমজান, আসাদ, কামাল সহ একাধিক ব‍্যাক্তিরা জানান কয়েক দিন পর পর এক একটি খাদ‍্য দ্রব‍্যর উপর শয়তানের দৃষ্টি পরে। এবার দৃষ্টি পরছে আদার উপর। আমাদের কারো কাছে এ কথা বলার অধিকার নেই। আমারা দেশের
শিয়াল কুকুর মনে হয়। তারা আরো বলেন, ফরিদপুরের রাজনৈতিক নেতাদের কোন ভূমিকা নেই। তারা ব‍্যস্ত আছেন কে আগামী দ্বাদশ নির্বাচনে মনোনয়ন পাবে বা কিভাবে মনোনয়ন নেওয়া যায়। ইদানিং দেখছি তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জনসভা করছে।
এর মধ্যে কিছু পাতি নেতারা আছে শীর্ষ নেতাদের নাম ব‍্যবহার করে  বালু ব‍্যবসা ও বাজারের খাজনা ও ঘাটের খাজনা উঠানের ভাগের ধান্ধায়।
হঠাৎ কেন আদার দাম বড়লো এ বিষয়ে খুরচা দোকানী সত্য, সাঈদ গংরা জানান,  আমারা কিছুই জানি না।
বাজারের আড়তে আদা কিনতে গিয়ে দেখি দাম বেড়েছে। আমারা কি করবো ব‍্যবসা করতে হলে আনতেই হবে তাই বেশি দাম দিয়েই কিনতে হয়েছে।