ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

শনিবার (৪ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে, শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসেন টনি ব্লেয়ার। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী। ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে টনি ব্লেয়ার ঢাকা এসেছেন।

জানা গেছে, স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করবেন টনি ব্লেয়ার। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান জানাবেন তিনি।

টনি ব্লেয়ার লেবার পার্টির হয়ে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। সে সময় তিনি দুই দিনের সফরে তার স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় এসেছিলেন। এর আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন। এবারের সফর নিয়ে মোট তিনবার বাংলাদেশ সফরে এলেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

আপডেট সময় : ০১:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

শনিবার (৪ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে, শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসেন টনি ব্লেয়ার। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী। ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে টনি ব্লেয়ার ঢাকা এসেছেন।

জানা গেছে, স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করবেন টনি ব্লেয়ার। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান জানাবেন তিনি।

টনি ব্লেয়ার লেবার পার্টির হয়ে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। সে সময় তিনি দুই দিনের সফরে তার স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় এসেছিলেন। এর আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন। এবারের সফর নিয়ে মোট তিনবার বাংলাদেশ সফরে এলেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।