ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পিপিএম পদক পেলেন আসাদুজ্জামান টিটু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭২৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ আসাদুজ্জামান টিটুকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পদক দেয়া হয়েছে। এর আগে তিনি ২০১৭ সালে পুলিশ বাহিনী অনুকরণীয় গুড সার্ভিস ব্যাজ পদকে ভূষিত হন।

গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদকে ভূষিত করা হয়।

এবারের পুলিশ সপ্তাহের প্রথমদিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০০শ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসাদুজামান টিটু, ২০১০ সালে আউটসাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। চাকরি জীবনে তিনি ময়মনসিংহ জেলা পুলিশ, টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে যোগদানের পর থেকে ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত একটি ট্রিপল মার্ডার মামলা ও একটি ডাবল মার্ডার মামলার তদন্ত অফিসার হিসেবে অতিদ্রুত ঘটনার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তারে সক্ষম হন। এছাড়াও মাদক দ্রব্য উদ্ধারসহ বেশ কিছু কর্মকান্ডে প্রশংসিত হন।

নিউজটি শেয়ার করুন

পিপিএম পদক পেলেন আসাদুজ্জামান টিটু

আপডেট সময় : ১০:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ আসাদুজ্জামান টিটুকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পদক দেয়া হয়েছে। এর আগে তিনি ২০১৭ সালে পুলিশ বাহিনী অনুকরণীয় গুড সার্ভিস ব্যাজ পদকে ভূষিত হন।

গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদকে ভূষিত করা হয়।

এবারের পুলিশ সপ্তাহের প্রথমদিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০০শ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসাদুজামান টিটু, ২০১০ সালে আউটসাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। চাকরি জীবনে তিনি ময়মনসিংহ জেলা পুলিশ, টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে যোগদানের পর থেকে ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত একটি ট্রিপল মার্ডার মামলা ও একটি ডাবল মার্ডার মামলার তদন্ত অফিসার হিসেবে অতিদ্রুত ঘটনার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তারে সক্ষম হন। এছাড়াও মাদক দ্রব্য উদ্ধারসহ বেশ কিছু কর্মকান্ডে প্রশংসিত হন।