ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাবনায় স্বামী হত্যার বিচারের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে রহিমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এইচ. মাসুক, পাবনা প্রতিনিধি :

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা মেহেদী হাসান ও তার সহযোগিরা কুপিয়ে হত্যা করে চাচা আফজাল হোসেনকে। বসতবাড়ীর কয়েক শতক জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন যাবৎ। নিহত আফজাল হোসেন পাবনা ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাগবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ঈশ্বরদী থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল মামলায় উল্লেখিত আসামীরা প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে মৃত্যু নিশ্চিত মনে করে ফেলে রেখে যায় আফজাল হোসেনকে। পরবর্তিতে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে আফজাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং গত ২২ এপ্রিল সে মৃত্যুর কোলে ঢলে পড়ে! এদিকে মামলা করার পর থেকে সকল ‘আসামীরা পলাতক রয়েছে । সরজমিন অনুসন্ধানে ঘটনাস্থলে গেলে বাদী রহিমা খাতুন আড়াই মাসের সন্তান কোলে নিয়ে কথা বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, স্বামী হত্যার বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেন না ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, মামলার তদন্ত কাজ চলমান রয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

নিহত আফজালের শ্বশুড় আব্দুর রহিম জানায়, থানায় মামলা করার পর থেকেই আসামী পক্ষ বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে, এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, থানায় মামলা হয়েছে, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।  আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে পাবনা পুলিশ অতি দ্রুত আসামীদের আইনের আওতায় আনবেন এমনটাই প্রত্যাশা পাবনাবাসীর।

 

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

পাবনায় স্বামী হত্যার বিচারের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে রহিমা

আপডেট সময় : ০১:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

এ.এইচ. মাসুক, পাবনা প্রতিনিধি :

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা মেহেদী হাসান ও তার সহযোগিরা কুপিয়ে হত্যা করে চাচা আফজাল হোসেনকে। বসতবাড়ীর কয়েক শতক জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন যাবৎ। নিহত আফজাল হোসেন পাবনা ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাগবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ঈশ্বরদী থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল মামলায় উল্লেখিত আসামীরা প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে মৃত্যু নিশ্চিত মনে করে ফেলে রেখে যায় আফজাল হোসেনকে। পরবর্তিতে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে আফজাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং গত ২২ এপ্রিল সে মৃত্যুর কোলে ঢলে পড়ে! এদিকে মামলা করার পর থেকে সকল ‘আসামীরা পলাতক রয়েছে । সরজমিন অনুসন্ধানে ঘটনাস্থলে গেলে বাদী রহিমা খাতুন আড়াই মাসের সন্তান কোলে নিয়ে কথা বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, স্বামী হত্যার বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেন না ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, মামলার তদন্ত কাজ চলমান রয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

নিহত আফজালের শ্বশুড় আব্দুর রহিম জানায়, থানায় মামলা করার পর থেকেই আসামী পক্ষ বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে, এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, থানায় মামলা হয়েছে, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।  আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে পাবনা পুলিশ অতি দ্রুত আসামীদের আইনের আওতায় আনবেন এমনটাই প্রত্যাশা পাবনাবাসীর।

 

বা/খ: জই