ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ৫০০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫ জনের। আল জাজিরা জানায়, পরিস্থিতির অবনতি হওয়ায় বন্যাকবলিত এলাকা থেকে ১ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

পাঞ্জাবের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত জুন থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেন, গত ৩৫ বছরে নদীর পানির স্তর এতটা বাড়েনি। আগামী দিনে বন্যার পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার শতলেজ বা শতদ্রু নদীর পানি উপচে তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকশ গ্রাম ও কয়েক হাজার হেক্টর জমি পানির নিচে চলে গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেন, ভারতের পাঞ্জাবের বাঁধ থেকে শতলেজ নদীতে পানি ছাড়া হয়েছে। ফলে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

২০২২ সালে পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বন্যায়। প্রাণহানি হয় ১ হাজার ৭৩৯ জনের। এ ছাড়া তিন হাজার কোটি ডলারের ক্ষতি আর্থিক ক্ষতি হয়।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭৫

আপডেট সময় : ১২:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫ জনের। আল জাজিরা জানায়, পরিস্থিতির অবনতি হওয়ায় বন্যাকবলিত এলাকা থেকে ১ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

পাঞ্জাবের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত জুন থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেন, গত ৩৫ বছরে নদীর পানির স্তর এতটা বাড়েনি। আগামী দিনে বন্যার পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার শতলেজ বা শতদ্রু নদীর পানি উপচে তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকশ গ্রাম ও কয়েক হাজার হেক্টর জমি পানির নিচে চলে গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেন, ভারতের পাঞ্জাবের বাঁধ থেকে শতলেজ নদীতে পানি ছাড়া হয়েছে। ফলে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

২০২২ সালে পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বন্যায়। প্রাণহানি হয় ১ হাজার ৭৩৯ জনের। এ ছাড়া তিন হাজার কোটি ডলারের ক্ষতি আর্থিক ক্ষতি হয়।