ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৫৭৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান শহরে পুলিশের গাড়িতে বোমা হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২১ জন। স্থানীয় সময় শুক্রবার (৩রা নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আদনান জানান, পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায় নি। তিনি জানান, নিহতদের মধ্যে কতজন পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক কয়জন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদেশি এবং দেশী সশস্ত্র গোষ্ঠী অবস্থান করছে। স্থানীয় উদ্ধারকর্মী এবং পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের নিরাপত্তা ইনস্টিটিউট জানায়, চলতি বছরের আগস্টে পাকিস্তান জুড়ে ৯৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। যা ২০১৪ সালের নভেম্বর থেকে যে কোনো মাসের তুলনায় অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৫

আপডেট সময় : ১২:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান শহরে পুলিশের গাড়িতে বোমা হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২১ জন। স্থানীয় সময় শুক্রবার (৩রা নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আদনান জানান, পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায় নি। তিনি জানান, নিহতদের মধ্যে কতজন পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক কয়জন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদেশি এবং দেশী সশস্ত্র গোষ্ঠী অবস্থান করছে। স্থানীয় উদ্ধারকর্মী এবং পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের নিরাপত্তা ইনস্টিটিউট জানায়, চলতি বছরের আগস্টে পাকিস্তান জুড়ে ৯৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। যা ২০১৪ সালের নভেম্বর থেকে যে কোনো মাসের তুলনায় অনেক বেশি।