ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়নি বাংলাদেশ: তামিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডে পৌঁছে বৃষ্টি বাধায় খুব একটা অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটাও বৃষ্টিতে ভেসে গেছে। যা নিয়ে রোববার সংবাদ মাধ্যমের কাছে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল।

তিনি বলেন, আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। আসার পর এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। বাকিটা মানসিক প্রস্তুতি।’

প্রস্তুতি মন মতো না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজে জেতাই লক্ষ্য বলে জানিয়েছেন তামিম। তবে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে আইরিশদের হারালেও ইংল্যান্ডে নিজেদের ফেবারিট মানতে নারাজ তিনি, ‘ফেভারিট শব্দটি ব্যবহার করতে চাই না। আমরা এখানে এসেছি ভালো খেলে জেতার জন্য। এই কন্ডিশনে আয়ারল্যান্ড ভালো দল, কারণ ওরা অভ্যস্ত। একেবারে ছেড়ে দেবে না।’

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ড সফরে যাওয়ার সুযোগ হয়নি। পূর্বের সফরেও খেলা হয়নি চেমসফোর্ডে। এরপরও চেমসফোর্ডের উইকেট দেখার সুযোগ হয়নি বাংলাদেশ দলের। যা নিয়ে আক্ষেপের সুরে কথা বলেছেন দেশসেরা ব্যাটার তামিম।

তিনি বলেন, ‘এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই আমাদের। উইকেট সম্পর্কে বেশি ধারণা নেই। অতীত ও বর্তমান ম্যাচ থেকে তথ্য নিচ্ছি। উইকেট দেখার পর কম্বিনেশন (একাদশ) ঠিক হবে। প্রতিটি সেশন ওই মাঠে করতে পারলে খুব ভালো হতো। সম্ভবত ওখানে একটা কাউন্টি ম্যাচ চলায় ওই আমাদের সুবিধা দেওয়া হয়নি। আমি এসব নিয়ে ভাবছিও না।’

নিউজটি শেয়ার করুন

পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়নি বাংলাদেশ: তামিম

আপডেট সময় : ১২:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডে পৌঁছে বৃষ্টি বাধায় খুব একটা অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটাও বৃষ্টিতে ভেসে গেছে। যা নিয়ে রোববার সংবাদ মাধ্যমের কাছে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল।

তিনি বলেন, আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। আসার পর এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। বাকিটা মানসিক প্রস্তুতি।’

প্রস্তুতি মন মতো না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজে জেতাই লক্ষ্য বলে জানিয়েছেন তামিম। তবে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে আইরিশদের হারালেও ইংল্যান্ডে নিজেদের ফেবারিট মানতে নারাজ তিনি, ‘ফেভারিট শব্দটি ব্যবহার করতে চাই না। আমরা এখানে এসেছি ভালো খেলে জেতার জন্য। এই কন্ডিশনে আয়ারল্যান্ড ভালো দল, কারণ ওরা অভ্যস্ত। একেবারে ছেড়ে দেবে না।’

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ড সফরে যাওয়ার সুযোগ হয়নি। পূর্বের সফরেও খেলা হয়নি চেমসফোর্ডে। এরপরও চেমসফোর্ডের উইকেট দেখার সুযোগ হয়নি বাংলাদেশ দলের। যা নিয়ে আক্ষেপের সুরে কথা বলেছেন দেশসেরা ব্যাটার তামিম।

তিনি বলেন, ‘এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই আমাদের। উইকেট সম্পর্কে বেশি ধারণা নেই। অতীত ও বর্তমান ম্যাচ থেকে তথ্য নিচ্ছি। উইকেট দেখার পর কম্বিনেশন (একাদশ) ঠিক হবে। প্রতিটি সেশন ওই মাঠে করতে পারলে খুব ভালো হতো। সম্ভবত ওখানে একটা কাউন্টি ম্যাচ চলায় ওই আমাদের সুবিধা দেওয়া হয়নি। আমি এসব নিয়ে ভাবছিও না।’