ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পটুয়াখালীতে বিদ্যুত কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাঁধা ধস্তাধস্তি : আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// পটুয়াখালী জেলা প্রতিনিধি //

পটুয়াখালীতে বিদ্যুত কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাঁধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ঠেলাঠেলি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপির কর্মসূচিতে পাওয়ার হাউজ রোডে এ ঘটনা ঘটে। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব কুট্টি, সাবেক পাবিলিক প্রসিকিউটর (পিপি)
অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, মহিলাদলের সাধারণ সম্পাদিকা ফারজানা ইয়াসমিন রুমা, জেলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব কুট্টি অভিযোগ করে বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি শেষে আমাদের যুবদলের দুই কর্মী মো. মোকছেদুর রহমান ও মো. মহসীন উদ্দিনকে পুলিশ ধরে নিয়ে যায়। এটা গণতান্ত্রিক আচরণ নয়। এতেই প্রমাণিত হয় এ সরকারের আমলে
দেশের মানুষ কতটুকু নিরাপদ’।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপি তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করেছে। একটি তদন্তাধীন মামলার জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির দুই কর্মীকে থানায় নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীতে বিদ্যুত কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাঁধা ধস্তাধস্তি : আটক ২

আপডেট সময় : ০৫:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

// পটুয়াখালী জেলা প্রতিনিধি //

পটুয়াখালীতে বিদ্যুত কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাঁধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ঠেলাঠেলি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপির কর্মসূচিতে পাওয়ার হাউজ রোডে এ ঘটনা ঘটে। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব কুট্টি, সাবেক পাবিলিক প্রসিকিউটর (পিপি)
অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, মহিলাদলের সাধারণ সম্পাদিকা ফারজানা ইয়াসমিন রুমা, জেলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব কুট্টি অভিযোগ করে বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি শেষে আমাদের যুবদলের দুই কর্মী মো. মোকছেদুর রহমান ও মো. মহসীন উদ্দিনকে পুলিশ ধরে নিয়ে যায়। এটা গণতান্ত্রিক আচরণ নয়। এতেই প্রমাণিত হয় এ সরকারের আমলে
দেশের মানুষ কতটুকু নিরাপদ’।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপি তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করেছে। একটি তদন্তাধীন মামলার জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির দুই কর্মীকে থানায় নেওয়া হয়েছে।