ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকে সেবার মানোন্নয়নে গণশুনানি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের আওতায় ওই গণশুনানির আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)। বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনের অনুষ্ঠিত গণশুনানিতে কমিউনিটি ক্লিনিকের সাথে জড়িত অংশীজন, কমিউনিটি গ্রুপ, সুশীল সমাজ, শিক্ষক, সিএইচসিপি, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা কমিউনিটি ক্লিনিক, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পরে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুহাম্মদ সানিউল কাদের, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া পিফোরডি প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়ক রেহেনা বেগম, ডিপিএফ পঞ্চগড়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, সাধারন সম্পাদক আখতারুন্নাহার সাকীসহ ডিপিএফ সদস্যরা উপস্থিত ছিলেন। এই গণশুনানির মাধ্যমে কমিউনিটি ক্লিনিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা আয়োজকদের।

বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকে সেবার মানোন্নয়নে গণশুনানি 

আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের আওতায় ওই গণশুনানির আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)। বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনের অনুষ্ঠিত গণশুনানিতে কমিউনিটি ক্লিনিকের সাথে জড়িত অংশীজন, কমিউনিটি গ্রুপ, সুশীল সমাজ, শিক্ষক, সিএইচসিপি, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা কমিউনিটি ক্লিনিক, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পরে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুহাম্মদ সানিউল কাদের, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া পিফোরডি প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়ক রেহেনা বেগম, ডিপিএফ পঞ্চগড়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, সাধারন সম্পাদক আখতারুন্নাহার সাকীসহ ডিপিএফ সদস্যরা উপস্থিত ছিলেন। এই গণশুনানির মাধ্যমে কমিউনিটি ক্লিনিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা আয়োজকদের।

বা/খ: এসআর।