ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নেছারাবাদের গুয়ারেখা ইউপি চেয়ারম্যানের অফিস থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ৫৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নেছারাবাদ উপজপলার গুয়ারেখা ইউপি চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের ঢাকাস্থ অফিস থেকে মো: আরিফ ফকির নামে এক দুর্ধষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে  র‍্যাব-১০। পুলিশের কাজে বাধাদান,হত্যার উদ্দেশ্য এবং নাশকতা সংক্রান্ত একাধিক মামলায় ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। আরিফ ফকির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পাটিকেলবাড়ী গ্রামের মো: ইদ্রিস ফকিরের ছেলে। গ্রেফতারকৃত আরিফ ফকির পিরোজপুরের নেছারাবাদ থানার একাধিক মামলার আসামী। ৭ই ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী থানাধীন বারিধারা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ ফকির পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের নেতা এবং ইউপি চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের পালিত সন্ত্রাসী।
র‍্যাব ১০ এর দেয়া তথ্য দেয়া তথ্য বিবরণে
থেকে জানা যায়, আরিফুল ইসলাম ফকির ঢাকা মহানগর পূর্ব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ঢাকায় পুলিশের কাজে বাধাদান, হত্যার উদ্দেশ্যসহ নাশকতা মামলা আছে। এছাড়াও তার বিরুদ্ধে পিরোজপুরের নেছারাবাদ থানায় একাধিক মামলা রয়েছে।
নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ বলেন, আরিফ ফকির এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় নানান অপকর্ম করে বেড়ায়। এলালায় কোন সন্ত্রাসী কর্মকান্ডে ফেসে গেলেই অবস্থান নেয় ঢাকায়। আবার ঢাকায় বসে কোন খারাপ কাজে ফেসে গেলেই এলাকায় এসে থাকে গা ডাকা দিয়ে। সে ইউপি চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের লোক।
এ বিষয়ে গুয়ারেখা ইউপি চেয়ারম্যান গাজী মিজানুর রহমান বলেন, আমি একজন জনপ্রতিনিধি। এলাকার চেয়ারম্যান। আমার কাছে চোর, গুন্ডা ভাল সবাই আসতে পারে। আমি সবার লোক। আরিফ আমার অফিসে আসছিল আমার সাথে দেখা করতে। একটি রাজনৈতিক মামলায় আরিফ গ্রেফতার হয়েছে।
জানা গেছে, আরিফ ফকির পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন অন্যতম নেতা। তার নেতৃত্বে এলাকায় রমরমা মাদক ব্যবসাসহ গড়ে উঠেছে একটি ক্যাডার বাহিনী। সে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী কর্মকান্ড করে বেড়ানোসহ রাস্ট্র বিরোধী গুজব ছড়াচ্ছে।
এসব বিষয়ে পুলিশকে জানানো হলে গুয়ারেখা ইউনিয়নের পাটিকেল বাড়ী পুলিশ ফাড়ির ইন চার্জ মো: মুজিবর রহমান বলেন, শুনেছি আরিফ ফকির ফেসবুকে সরকার বিরোধী নানান কথা লিখে। তবে সে এখন সর্বদা এলাকায় থাকেনা। তার বিরুদ্ধে থানায় মামলা আছে। শুনেছি গতকাল বৃহস্পতিবার ঢাকায় একটি মামলায় র‍্যাবের হাতে সে গ্রেফতার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নেছারাবাদের গুয়ারেখা ইউপি চেয়ারম্যানের অফিস থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
নেছারাবাদ উপজপলার গুয়ারেখা ইউপি চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের ঢাকাস্থ অফিস থেকে মো: আরিফ ফকির নামে এক দুর্ধষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে  র‍্যাব-১০। পুলিশের কাজে বাধাদান,হত্যার উদ্দেশ্য এবং নাশকতা সংক্রান্ত একাধিক মামলায় ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। আরিফ ফকির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পাটিকেলবাড়ী গ্রামের মো: ইদ্রিস ফকিরের ছেলে। গ্রেফতারকৃত আরিফ ফকির পিরোজপুরের নেছারাবাদ থানার একাধিক মামলার আসামী। ৭ই ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী থানাধীন বারিধারা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ ফকির পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের নেতা এবং ইউপি চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের পালিত সন্ত্রাসী।
র‍্যাব ১০ এর দেয়া তথ্য দেয়া তথ্য বিবরণে
থেকে জানা যায়, আরিফুল ইসলাম ফকির ঢাকা মহানগর পূর্ব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ঢাকায় পুলিশের কাজে বাধাদান, হত্যার উদ্দেশ্যসহ নাশকতা মামলা আছে। এছাড়াও তার বিরুদ্ধে পিরোজপুরের নেছারাবাদ থানায় একাধিক মামলা রয়েছে।
নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ বলেন, আরিফ ফকির এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় নানান অপকর্ম করে বেড়ায়। এলালায় কোন সন্ত্রাসী কর্মকান্ডে ফেসে গেলেই অবস্থান নেয় ঢাকায়। আবার ঢাকায় বসে কোন খারাপ কাজে ফেসে গেলেই এলাকায় এসে থাকে গা ডাকা দিয়ে। সে ইউপি চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের লোক।
এ বিষয়ে গুয়ারেখা ইউপি চেয়ারম্যান গাজী মিজানুর রহমান বলেন, আমি একজন জনপ্রতিনিধি। এলাকার চেয়ারম্যান। আমার কাছে চোর, গুন্ডা ভাল সবাই আসতে পারে। আমি সবার লোক। আরিফ আমার অফিসে আসছিল আমার সাথে দেখা করতে। একটি রাজনৈতিক মামলায় আরিফ গ্রেফতার হয়েছে।
জানা গেছে, আরিফ ফকির পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন অন্যতম নেতা। তার নেতৃত্বে এলাকায় রমরমা মাদক ব্যবসাসহ গড়ে উঠেছে একটি ক্যাডার বাহিনী। সে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী কর্মকান্ড করে বেড়ানোসহ রাস্ট্র বিরোধী গুজব ছড়াচ্ছে।
এসব বিষয়ে পুলিশকে জানানো হলে গুয়ারেখা ইউনিয়নের পাটিকেল বাড়ী পুলিশ ফাড়ির ইন চার্জ মো: মুজিবর রহমান বলেন, শুনেছি আরিফ ফকির ফেসবুকে সরকার বিরোধী নানান কথা লিখে। তবে সে এখন সর্বদা এলাকায় থাকেনা। তার বিরুদ্ধে থানায় মামলা আছে। শুনেছি গতকাল বৃহস্পতিবার ঢাকায় একটি মামলায় র‍্যাবের হাতে সে গ্রেফতার হয়েছে।