ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূতের মন্তব্য অনাকাক্সিক্ষত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

একাদশ সংসদ নির্বাচন নিয়ে জাপান রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাক্সিক্ষত। তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করলে সরকার কঠোর হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজ দফতরে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে শাহরিয়ার আলম এসব কথা বলেন।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-সিজিএসের মিট দ্য অ্যাম্বাসাডর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, গত সংসদ নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছেন বলে শুনেছি। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।

বিদেশি কূটনীতিকের এমন মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্ধু দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করে না বাংলাদেশ। কারণ গত চার বছরে একাদশ সংসদ নির্বাচন নিয়ে এ ধরনের কোনো অভিযোগ করেনি জাপান সরকার।

এ সময় জাপান রাষ্ট্রদূতকে নিয়ে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন শাহরিয়ার আলম। তিনি বলেন, এর পেছনে কি উদ্দেশ্য খতিয়ে দেখা হবে।

এ সময় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এছাড়া আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশী বন্ধুদের পরামর্শের প্রয়োজন নেই বলেও মনে করেন শাহরিয়ার আলম।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূতের মন্তব্য অনাকাক্সিক্ষত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

একাদশ সংসদ নির্বাচন নিয়ে জাপান রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাক্সিক্ষত। তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করলে সরকার কঠোর হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজ দফতরে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে শাহরিয়ার আলম এসব কথা বলেন।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-সিজিএসের মিট দ্য অ্যাম্বাসাডর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, গত সংসদ নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছেন বলে শুনেছি। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।

বিদেশি কূটনীতিকের এমন মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্ধু দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করে না বাংলাদেশ। কারণ গত চার বছরে একাদশ সংসদ নির্বাচন নিয়ে এ ধরনের কোনো অভিযোগ করেনি জাপান সরকার।

এ সময় জাপান রাষ্ট্রদূতকে নিয়ে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন শাহরিয়ার আলম। তিনি বলেন, এর পেছনে কি উদ্দেশ্য খতিয়ে দেখা হবে।

এ সময় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এছাড়া আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশী বন্ধুদের পরামর্শের প্রয়োজন নেই বলেও মনে করেন শাহরিয়ার আলম।