ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করতে বিতাড়িত দুই চেয়ারম্যান প্রার্থী মাঠে নেমেছে : সংবাদ সম্মেলনে আরেক প্রার্থী

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ৪৭৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছেন দুই চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী হয়ে তারা কাজীপুরের বাইরে অবস্থান করছে, নিজেরা ভোট প্রার্থনা না করে, ব্যানার পোস্টার না ছাপিয়ে, প্রচার প্রচারনা না করে অভিযোগের নানা কল্প কাহিনী রচনা করছে।
সোমবার সকালে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাজীপুর উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী (আনারস)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করতেই নতুন করে মাঠে নেমেছে বহুবছর পূর্বে কাজীপুর থেকে বিতাড়িত আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও আশরাফুল আলম (ঘোড়া)। সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়কে হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে সম্প্রতি সিরাজগঞ্জ শহরের একটি স্থানে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তারা।
পাল্টা সংবাদ সম্মেলনে আনারস প্রতীকের প্রার্থী আরও বলেন, কাজীপুরের এমপির কোন সন্ত্রাসী বাহিনী লালন পালন করার প্রয়োজন নেই। তাকে যারা সন্ত্রাসী লালন করার মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগে অভিযুক্ত করেছে কাজীপুর বাসি তাদের ধিক্কার জানাচ্ছে। ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান আনারস প্রতীকের প্রার্থী।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহরে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেন দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও আশরাফুল আলম (ঘোড়া)। সেখানে তারা অভিযোগ করেন তাদের প্রচার-প্রচারণায় বাঁধা, গণসংযোগে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন অন্য প্রার্থী খলিলুর রহমান সিরাজীর (আনারস) অনুসারীরা। নির্বাচনে এজেন্ট না দিতে এখন থেকেই ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তারা।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম ধাপে আগামী ৮ মে এই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করতে বিতাড়িত দুই চেয়ারম্যান প্রার্থী মাঠে নেমেছে : সংবাদ সম্মেলনে আরেক প্রার্থী

আপডেট সময় : ০৬:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছেন দুই চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী হয়ে তারা কাজীপুরের বাইরে অবস্থান করছে, নিজেরা ভোট প্রার্থনা না করে, ব্যানার পোস্টার না ছাপিয়ে, প্রচার প্রচারনা না করে অভিযোগের নানা কল্প কাহিনী রচনা করছে।
সোমবার সকালে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাজীপুর উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী (আনারস)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করতেই নতুন করে মাঠে নেমেছে বহুবছর পূর্বে কাজীপুর থেকে বিতাড়িত আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও আশরাফুল আলম (ঘোড়া)। সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়কে হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে সম্প্রতি সিরাজগঞ্জ শহরের একটি স্থানে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তারা।
পাল্টা সংবাদ সম্মেলনে আনারস প্রতীকের প্রার্থী আরও বলেন, কাজীপুরের এমপির কোন সন্ত্রাসী বাহিনী লালন পালন করার প্রয়োজন নেই। তাকে যারা সন্ত্রাসী লালন করার মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগে অভিযুক্ত করেছে কাজীপুর বাসি তাদের ধিক্কার জানাচ্ছে। ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান আনারস প্রতীকের প্রার্থী।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহরে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেন দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও আশরাফুল আলম (ঘোড়া)। সেখানে তারা অভিযোগ করেন তাদের প্রচার-প্রচারণায় বাঁধা, গণসংযোগে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন অন্য প্রার্থী খলিলুর রহমান সিরাজীর (আনারস) অনুসারীরা। নির্বাচনে এজেন্ট না দিতে এখন থেকেই ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তারা।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম ধাপে আগামী ৮ মে এই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাখ//আর