ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিকলীতে সূর্য্য ভাইয়ের ঈদ উপহার বিতরণ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ৪৬৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

//  মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি //

কিশোরগঞ্জের রূপসী হাওর অঞ্চল নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের মরহুম নুরুল ইসলামের সুযোগ্য সন্তান।  দামপাড়া নরুল ইসলাম মডেল কলেজের প্রতিষ্ঠাতা মিডিয়ার দেয়া নাম সূর্য্যভাই; তার প্রকৃত নাম হলো বিশিষ্ট সমাজসেবক স্বনামধন্য ব্যবসায়ী মোঃ মোকারম হোসেন।

মানবিক ও সাদা মনের  এ মানুষটি ত্যাগের মাধ্যমে জীবনের সুখ খুঁজে চলেছেন মসজিদ ,মাদরাসা ,সামাজিক সংগঠনে এমনকি  প্রাকৃতিক  নানা দুর্যোগে সাহায্য নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে। হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবা এবং বিয়েতে সাহায্য করা তাহার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে ।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সাতটি ইউনিয়নে সূর্য্য ভাইয়ের মায়ের নামে সাজেদা বানু ওয়েলফেয়ার  ট্রাস্টের পক্ষ থেকে দামপাড়া , সিংপুর , কারপাশা , ছাতিরচর , নিকলী সদর, গুরুই , জারুইতলার বিভিন্ন গ্রাম থেকে আসা  গরিব মানুষজনদের  নিকট ঈদের নতুন কাপর বিতরন করেছেন তার ছোট ভাই দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃআনোয়ার হোসেন ও সুমন মাহমুদ  ।

কাপড় নিতে আসা আলিয়া পাড়া গ্রামের রাহেলা ও আসানপুর গ্রামের নুরবানুর সাথে কথা হলে তারা এ প্রতিনিধিকে বলেন , আমরার গরিব্রে দেহার কেউ নাই ; ঈদ আইলে কোন বিপদে দামপাড়ার সর্দার বেটা আমরারে অনেক সাহায্য দেয় , আল্লাহ তাঁরে সুখে রাখবো ।

কাপড় বিতরন নিয়ে সুমন মাহমুদের  সাথে হলে বাংলা খবর বিডি’কে জানান, উপজেলার সকল ইউনিয়ন থেকে লোকজন আসছে । আমরা সবাইকে ঈদ উপহার দিয়েছি ।

বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

নিকলীতে সূর্য্য ভাইয়ের ঈদ উপহার বিতরণ 

আপডেট সময় : ০৭:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

//  মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি //

কিশোরগঞ্জের রূপসী হাওর অঞ্চল নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের মরহুম নুরুল ইসলামের সুযোগ্য সন্তান।  দামপাড়া নরুল ইসলাম মডেল কলেজের প্রতিষ্ঠাতা মিডিয়ার দেয়া নাম সূর্য্যভাই; তার প্রকৃত নাম হলো বিশিষ্ট সমাজসেবক স্বনামধন্য ব্যবসায়ী মোঃ মোকারম হোসেন।

মানবিক ও সাদা মনের  এ মানুষটি ত্যাগের মাধ্যমে জীবনের সুখ খুঁজে চলেছেন মসজিদ ,মাদরাসা ,সামাজিক সংগঠনে এমনকি  প্রাকৃতিক  নানা দুর্যোগে সাহায্য নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে। হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবা এবং বিয়েতে সাহায্য করা তাহার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে ।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সাতটি ইউনিয়নে সূর্য্য ভাইয়ের মায়ের নামে সাজেদা বানু ওয়েলফেয়ার  ট্রাস্টের পক্ষ থেকে দামপাড়া , সিংপুর , কারপাশা , ছাতিরচর , নিকলী সদর, গুরুই , জারুইতলার বিভিন্ন গ্রাম থেকে আসা  গরিব মানুষজনদের  নিকট ঈদের নতুন কাপর বিতরন করেছেন তার ছোট ভাই দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃআনোয়ার হোসেন ও সুমন মাহমুদ  ।

কাপড় নিতে আসা আলিয়া পাড়া গ্রামের রাহেলা ও আসানপুর গ্রামের নুরবানুর সাথে কথা হলে তারা এ প্রতিনিধিকে বলেন , আমরার গরিব্রে দেহার কেউ নাই ; ঈদ আইলে কোন বিপদে দামপাড়ার সর্দার বেটা আমরারে অনেক সাহায্য দেয় , আল্লাহ তাঁরে সুখে রাখবো ।

কাপড় বিতরন নিয়ে সুমন মাহমুদের  সাথে হলে বাংলা খবর বিডি’কে জানান, উপজেলার সকল ইউনিয়ন থেকে লোকজন আসছে । আমরা সবাইকে ঈদ উপহার দিয়েছি ।

বা/খ: এসআর।