ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নরসিংদীতে বেলাবো হাসপাতালের অপারেশন থিয়েটারে অগ্নিকান্ড

// সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি //
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / ৫৬৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে (ওটি) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌণে ১২ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলা ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনে গাফিলতির কারণেই এমনটা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হঠাৎ করেই হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় ধোঁয়ায় হাসপাতালের ভিতরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আগুন আগুন বলে চিৎকার করতে করতে ছুটাছুটি করতে থাকেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। রোগী ও হাসপাতালের স্টাফরা আতংকে রাস্তায় বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অফিসের একটি ইউনিট আগুন নেভানোর প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আগুন নিভে গেছে।

হাসপাতালে কর্মরত সিনিয়র একজন স্টাফ নার্স বলেন, আমরা হঠাৎ দু-তলার অপারেশন রুমে আগুনের ধোঁয়া দেখতে পাই। এ সময় আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসি। তবে কিছুক্ষণ পরেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিনা আফরিনসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলেও তারা সাংবাদিকদের এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।

বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল বলেন, আমরা খবর পেয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বেলাবো হাসপাতালের অপারেশন থিয়েটারে অগ্নিকান্ড

আপডেট সময় : ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে (ওটি) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌণে ১২ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলা ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনে গাফিলতির কারণেই এমনটা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হঠাৎ করেই হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় ধোঁয়ায় হাসপাতালের ভিতরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আগুন আগুন বলে চিৎকার করতে করতে ছুটাছুটি করতে থাকেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। রোগী ও হাসপাতালের স্টাফরা আতংকে রাস্তায় বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অফিসের একটি ইউনিট আগুন নেভানোর প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আগুন নিভে গেছে।

হাসপাতালে কর্মরত সিনিয়র একজন স্টাফ নার্স বলেন, আমরা হঠাৎ দু-তলার অপারেশন রুমে আগুনের ধোঁয়া দেখতে পাই। এ সময় আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসি। তবে কিছুক্ষণ পরেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিনা আফরিনসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলেও তারা সাংবাদিকদের এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।

বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল বলেন, আমরা খবর পেয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।