ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নয়াপল্টনে খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে নয়াপল্টনে।

রোববার (১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই রাজনীতিবিদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবুল হোসেন জানাজা পরিচালনা করেন।

জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তারপর মরহুমের কফিন বিএনপির দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের অত্যন্ত প্রিয় নেতার জানাজায় উপস্থিত হয়েছি। আজকে আমরা অত্যন্ত শোকাহত। তিনি দলের জন্য, দেশের জন্য কাজ করছেন। তিনি উচ্চ আদালতে সত্য ও ন্যায় পক্ষে লড়াই করেছে। তার মৃত্যুতে যে অভাব সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।

তিনি আরো বলেন, খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন তখন তার ন্যায় বিচারের জন্য আদালতে লড়েছেন খন্দকার মাহবুব হোসেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তাকে যেন বেহেশতে নসিব করেন।

জানাজায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাজাহান ওমর, উপদেষ্টা পরিষদের হাবিবুর রহমান হাবিব, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, আবেদ রাজা, আব্দুস সাত্তার পাটোয়ারী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নয়াপল্টনে খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে নয়াপল্টনে।

রোববার (১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই রাজনীতিবিদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবুল হোসেন জানাজা পরিচালনা করেন।

জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তারপর মরহুমের কফিন বিএনপির দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের অত্যন্ত প্রিয় নেতার জানাজায় উপস্থিত হয়েছি। আজকে আমরা অত্যন্ত শোকাহত। তিনি দলের জন্য, দেশের জন্য কাজ করছেন। তিনি উচ্চ আদালতে সত্য ও ন্যায় পক্ষে লড়াই করেছে। তার মৃত্যুতে যে অভাব সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।

তিনি আরো বলেন, খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন তখন তার ন্যায় বিচারের জন্য আদালতে লড়েছেন খন্দকার মাহবুব হোসেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তাকে যেন বেহেশতে নসিব করেন।

জানাজায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাজাহান ওমর, উপদেষ্টা পরিষদের হাবিবুর রহমান হাবিব, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, আবেদ রাজা, আব্দুস সাত্তার পাটোয়ারী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।