ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নওগাঁ শহর বাঁচাতে এবার আন্দোলনে নেমেছে পৌরবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ প্রতিনিধি : এবার নওগাঁর শহরের হাজারও দুর্ভোগে ক্ষেপেছে পৌরবাসী। শুরু হয়েছে আন্দোলন-প্রতিবাদ। এরই অংশ হিসেবে বুধবার দুপুর ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড়ে ‘সচেতন পৌরবাসী’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেখানে শ্লোগান দেয়া হয়েছে ‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। পৌর নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রামিম দেওয়ান, ফিলিপ হোসেন, সুলতান মাহমুদসহ নেতৃস্থানীয় অনেকেই। শহরের বহু যুগ ধরে জিইয়ে থাকা দুর্ভোগ তুলে ধরেন তারা।

এ সময় বক্তারা বলেন, ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা গঠিত হয়। যা প্রথম শ্রেণির মর্যাদা পায় ১৯৮৯ সালে। অথচ আড়াই লাখ নাগরিকের এ শহরের সড়ক, ড্রেন, বর্জ্য ব্যস্থাপনা সব কিছুই বেহাল অবস্থা। অলিগলির সড়কগুলো খানা-খন্দে ভরা। রাতে সড়কে ঠিকঠাক জ্বলেনা বাতি। এ যেন কেবলই ভোগান্তির শহরে পরিণত হয়েছে।

আন্দোলনকারীরা আরও বলেন, এত সমস্যার ভিড়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে অটোরিক্সা-সিএনজি। নিয়মনীতির তোয়াক্কা না করে হাজার হাজার অটোরিক্সা দাঁপিয়ে বেড়াচ্ছে শহরে। এতে সকাল থেকে রাত অবধি যানজোটের সৃষ্টি হয়। সাধারন মানুষের পা ফেলার যায়গা পর্যন্ত থাকে না। শহরে নেই কোন  শৌচাগারের ব্যবস্থা। তাই প্রতিদিনই শহরে আসা হাজারও নারী-পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বর্তমান মেয়র নজমুল হক সনি টানা তৃতীয় বারের মতো দীর্ঘ ১৩ বছর ক্ষমতায়। কিন্তু শহরবাসীর ভোগান্তি লাঘবে দৃশ্যমান তেমন কিছুই করতে পারেননি তিনি। তাই মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবী করেন আন্দোলনকারীরা।

এসব অভিযোগ পুরোপুরি সত্য নয় দাবী করে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি বলেন, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বারের মতো নওগাঁ পৌরসভার দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে রাস্তা-ঘাট, ড্রেনতথা শহরের উন্নয়নে কোটি কোটি টাকার কাজ করেছি। এমনকি ইউজিআইআইপি’র মত বড় প্রকল্পও বাস্তবায়ন হয়েছে আমার সময়কালে। আমার সাধ্যমত পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি।

বা/খ: এসআর।

 

নিউজটি শেয়ার করুন

নওগাঁ শহর বাঁচাতে এবার আন্দোলনে নেমেছে পৌরবাসী

আপডেট সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

নওগাঁ প্রতিনিধি : এবার নওগাঁর শহরের হাজারও দুর্ভোগে ক্ষেপেছে পৌরবাসী। শুরু হয়েছে আন্দোলন-প্রতিবাদ। এরই অংশ হিসেবে বুধবার দুপুর ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড়ে ‘সচেতন পৌরবাসী’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেখানে শ্লোগান দেয়া হয়েছে ‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। পৌর নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রামিম দেওয়ান, ফিলিপ হোসেন, সুলতান মাহমুদসহ নেতৃস্থানীয় অনেকেই। শহরের বহু যুগ ধরে জিইয়ে থাকা দুর্ভোগ তুলে ধরেন তারা।

এ সময় বক্তারা বলেন, ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা গঠিত হয়। যা প্রথম শ্রেণির মর্যাদা পায় ১৯৮৯ সালে। অথচ আড়াই লাখ নাগরিকের এ শহরের সড়ক, ড্রেন, বর্জ্য ব্যস্থাপনা সব কিছুই বেহাল অবস্থা। অলিগলির সড়কগুলো খানা-খন্দে ভরা। রাতে সড়কে ঠিকঠাক জ্বলেনা বাতি। এ যেন কেবলই ভোগান্তির শহরে পরিণত হয়েছে।

আন্দোলনকারীরা আরও বলেন, এত সমস্যার ভিড়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে অটোরিক্সা-সিএনজি। নিয়মনীতির তোয়াক্কা না করে হাজার হাজার অটোরিক্সা দাঁপিয়ে বেড়াচ্ছে শহরে। এতে সকাল থেকে রাত অবধি যানজোটের সৃষ্টি হয়। সাধারন মানুষের পা ফেলার যায়গা পর্যন্ত থাকে না। শহরে নেই কোন  শৌচাগারের ব্যবস্থা। তাই প্রতিদিনই শহরে আসা হাজারও নারী-পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বর্তমান মেয়র নজমুল হক সনি টানা তৃতীয় বারের মতো দীর্ঘ ১৩ বছর ক্ষমতায়। কিন্তু শহরবাসীর ভোগান্তি লাঘবে দৃশ্যমান তেমন কিছুই করতে পারেননি তিনি। তাই মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবী করেন আন্দোলনকারীরা।

এসব অভিযোগ পুরোপুরি সত্য নয় দাবী করে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি বলেন, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বারের মতো নওগাঁ পৌরসভার দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে রাস্তা-ঘাট, ড্রেনতথা শহরের উন্নয়নে কোটি কোটি টাকার কাজ করেছি। এমনকি ইউজিআইআইপি’র মত বড় প্রকল্পও বাস্তবায়ন হয়েছে আমার সময়কালে। আমার সাধ্যমত পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি।

বা/খ: এসআর।