ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশে ফিরলেন নুরুল হক নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ৪৫০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন।

পবিত্র ওমরাহ পালন শেষে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জান্তিক বিমানবন্দরে আসেন। এরপর ইমিগ্রেশন শেষ করে দুপুর সাড়ে ১২টার পর এয়ারপোর্ট থেকে বের হন নুর।

নুরের দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ।

তিনি বলেন, নুর বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে এক ঘণ্টা পর বের হন। এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থানে অংশ নেবেন।

আবু হানিফ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিসহ সার্বিক বিবেচনায় আমরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও আপাতত তেমন কোনো ঝামেলা নেই। তিনি এখন শাহবাগে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রামে যোগ দেবেন। এর আগে গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ওমরার উদ্দেশ্যে দেশ ছাড়েন নুর।

ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

 

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরলেন নুরুল হক নুর

আপডেট সময় : ০২:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন।

পবিত্র ওমরাহ পালন শেষে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জান্তিক বিমানবন্দরে আসেন। এরপর ইমিগ্রেশন শেষ করে দুপুর সাড়ে ১২টার পর এয়ারপোর্ট থেকে বের হন নুর।

নুরের দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ।

তিনি বলেন, নুর বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে এক ঘণ্টা পর বের হন। এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থানে অংশ নেবেন।

আবু হানিফ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিসহ সার্বিক বিবেচনায় আমরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও আপাতত তেমন কোনো ঝামেলা নেই। তিনি এখন শাহবাগে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রামে যোগ দেবেন। এর আগে গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ওমরার উদ্দেশ্যে দেশ ছাড়েন নুর।

ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।