ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দিনাজপুরে নির্বাচন কমিশনারের সাথে প্রিজাইডিং অফিসারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, একজন প্রিজাইডিং অফিসার কে সততা, দক্ষতা, সাহসিকতা ও প্রভাব মুক্ত থেকে নির্বাচনের দিন দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

নির্বাচন পূর্ব আপনাদেরকে নিয়ে যে প্রশিক্ষণ হচ্ছে তা গুরুত্বের সাথে নিতে হবে। নির্বাচন চলাকালীন সময়ে দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। নির্বাচন সুষ্ঠু ও নিয়ম সিদ্ধভাবে সম্পন্ন করাই একজন প্রিজাইডিং অফিসারের মূল কাজ। এখানে মনে রাখতে হবে শেষ ভালো যার সব ভালো তার। উপজেলা পরিষদের নির্বাচন কোন আইনের ভিত্তিতে হয় সে সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে হবে প্রিজাইডিং অফিসারদের।

তিনি আজ ২৫ মে বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনাজপুরে এর আগে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আফতাব উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ষষ্ঠ ধাপে দিনাজপুরের সদর উপজেলা, চিরিরবন্দর উপজেলা ও খানসামা উপজেলায় আগামী ২৯ শে মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে নির্বাচন কমিশনারের সাথে প্রিজাইডিং অফিসারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, একজন প্রিজাইডিং অফিসার কে সততা, দক্ষতা, সাহসিকতা ও প্রভাব মুক্ত থেকে নির্বাচনের দিন দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

নির্বাচন পূর্ব আপনাদেরকে নিয়ে যে প্রশিক্ষণ হচ্ছে তা গুরুত্বের সাথে নিতে হবে। নির্বাচন চলাকালীন সময়ে দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। নির্বাচন সুষ্ঠু ও নিয়ম সিদ্ধভাবে সম্পন্ন করাই একজন প্রিজাইডিং অফিসারের মূল কাজ। এখানে মনে রাখতে হবে শেষ ভালো যার সব ভালো তার। উপজেলা পরিষদের নির্বাচন কোন আইনের ভিত্তিতে হয় সে সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে হবে প্রিজাইডিং অফিসারদের।

তিনি আজ ২৫ মে বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনাজপুরে এর আগে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আফতাব উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ষষ্ঠ ধাপে দিনাজপুরের সদর উপজেলা, চিরিরবন্দর উপজেলা ও খানসামা উপজেলায় আগামী ২৯ শে মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

বাখ//আর