ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দ:আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ৪৯২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকাকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার রাতে ডারবানে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২২৬ রান তোলে অজিরা। জবাবে ব্যাটে নেমে ১৫ ওভার ৩ বলে ১১৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই উইকেট হারায় অজিরা। ইনিংসের তৃতীয় বলে ৬ রান করে ফেরেন ট্রাভিস হেড। এরপর মিচেল মার্শকে নিয়ে জুটি গড়েন ম্যাথু শর্ট। ৬৩ রানের এই জুটি ভাঙে শর্ট ১১ বলে ২০ রান করে ফিরলে।

দলীয় ৭০ ও ৭৭ রানের মাথায় আরও দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এরপর টিম ডেভিডকে নিয়ে শতরানের জুটি গড়েন মার্শ। ডেভিড ২৮ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস করে ফেরেন। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৯২ রান। তাতে ২২৬ রানের পাহাড়সম স্কোর গড়ে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন লিজার্ড উইলিয়ামস।

জবাবে ব্যাটে নেমে দলীয় ১ রানের মাথায় টেম্বা বাভুমা সাজঘরে ফেরেন। এরপর তিনে আসা ভ্যান ডুসেনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন রেজা হেনড্রিকস। ডুসেন ১১ বলে করেন ২১ রান। তার বিদায়ের পর আরও কোনো প্রোটিয়া ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেননি। রেজা ৫৬ রানের ইনিংস খেলে প্রতিরোধ করলেও বাকিদের ব্যর্থতায় ২৭ বল বাকি থাকতেই ১১৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার তানভীর সাঙ্গা নেন ৪ উইকেট।

নিউজটি শেয়ার করুন

দ:আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১২:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকাকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার রাতে ডারবানে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২২৬ রান তোলে অজিরা। জবাবে ব্যাটে নেমে ১৫ ওভার ৩ বলে ১১৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই উইকেট হারায় অজিরা। ইনিংসের তৃতীয় বলে ৬ রান করে ফেরেন ট্রাভিস হেড। এরপর মিচেল মার্শকে নিয়ে জুটি গড়েন ম্যাথু শর্ট। ৬৩ রানের এই জুটি ভাঙে শর্ট ১১ বলে ২০ রান করে ফিরলে।

দলীয় ৭০ ও ৭৭ রানের মাথায় আরও দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এরপর টিম ডেভিডকে নিয়ে শতরানের জুটি গড়েন মার্শ। ডেভিড ২৮ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস করে ফেরেন। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৯২ রান। তাতে ২২৬ রানের পাহাড়সম স্কোর গড়ে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন লিজার্ড উইলিয়ামস।

জবাবে ব্যাটে নেমে দলীয় ১ রানের মাথায় টেম্বা বাভুমা সাজঘরে ফেরেন। এরপর তিনে আসা ভ্যান ডুসেনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন রেজা হেনড্রিকস। ডুসেন ১১ বলে করেন ২১ রান। তার বিদায়ের পর আরও কোনো প্রোটিয়া ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেননি। রেজা ৫৬ রানের ইনিংস খেলে প্রতিরোধ করলেও বাকিদের ব্যর্থতায় ২৭ বল বাকি থাকতেই ১১৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার তানভীর সাঙ্গা নেন ৪ উইকেট।