ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তাপদাহ ভোগাবে আরও কয়েকদিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / ৪৬৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার উপর দিয়ে এখনো বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। সকাল থেকে গরম অনুভূত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে গরমের মাত্রাও বাড়ে। গরমের তীব্রতায় ছোটবড় সবার হাঁসফাঁস অবস্থা। রমজান মাস হওয়ায় গরমের তীব্রতা, খেটে খাওয়া মানুষের ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গেলো ৭ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন অবস্থা দেশের বেশিরভাগ জেলায়। এমন গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী।

এই তাপদাহ আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাধারণত এমন সময় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হলেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে রেকর্ড করা হয় ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর ডিমলায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮ থেকে ১২ কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

তাপদাহ ভোগাবে আরও কয়েকদিন

আপডেট সময় : ১২:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার উপর দিয়ে এখনো বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। সকাল থেকে গরম অনুভূত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে গরমের মাত্রাও বাড়ে। গরমের তীব্রতায় ছোটবড় সবার হাঁসফাঁস অবস্থা। রমজান মাস হওয়ায় গরমের তীব্রতা, খেটে খাওয়া মানুষের ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গেলো ৭ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন অবস্থা দেশের বেশিরভাগ জেলায়। এমন গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী।

এই তাপদাহ আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাধারণত এমন সময় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হলেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে রেকর্ড করা হয় ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর ডিমলায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮ থেকে ১২ কিলোমিটার।