ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তাড়াশে নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা উৎসুক জনতার ভিড়

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ৫৭৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার (১৮) নামে এক নারী থেকে পুরুষে রুপান্তিরত হয়েছে। তমা সরকার উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার সুধান্ন সরকারের মেয়ে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি বলে জানিয়েছেন তমা সরকারের পরিবার। বুধবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করে।

তমা সরকার জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জায় বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। পরে সে রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষয়টি বলেন। তমার বাবা-মা বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর তমাকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন পরিববার।

তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, এসএসসি পাশ করার পর রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন। আর এ সময় তার সহপাঠি প্রথমে তমা পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হয়েছি।

তমা মা শিখা রানী জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছেন। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন হয়েছেন। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।

তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, ছন, হরমোনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক জানান, জানাজানি হওয়ার পর এলাকার লোকজন দেখার জন্য ভিড় করছে।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

তাড়াশে নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা উৎসুক জনতার ভিড়

আপডেট সময় : ০১:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার (১৮) নামে এক নারী থেকে পুরুষে রুপান্তিরত হয়েছে। তমা সরকার উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার সুধান্ন সরকারের মেয়ে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি বলে জানিয়েছেন তমা সরকারের পরিবার। বুধবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করে।

তমা সরকার জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জায় বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। পরে সে রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষয়টি বলেন। তমার বাবা-মা বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর তমাকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন পরিববার।

তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, এসএসসি পাশ করার পর রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন। আর এ সময় তার সহপাঠি প্রথমে তমা পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হয়েছি।

তমা মা শিখা রানী জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছেন। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন হয়েছেন। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।

তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, ছন, হরমোনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক জানান, জানাজানি হওয়ার পর এলাকার লোকজন দেখার জন্য ভিড় করছে।

 

বাখ//আর