ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডেঙ্গু পরিস্থিতি ভালো নয় : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / ৫০০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল হলেও, সারাদেশে পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি করে কেউ স্যালাইনের অতিরিক্ত দাম নিলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ রোববার (১৩ই আগষ্ট) দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে প্রায় ৮২ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত এবং তাদের মধ্যে প্রায় সাড়ে ৯ হাজার রোগী হাসপাতালে ভর্তি আছে।

আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সবধরনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা শহরে রোগীদের জন্য প্রায় ৩ হাজার শয্যা রয়েছে। এছাড়া ঢাকার বাইরে ৫ হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। দুর্ভোগে কেউ সুযোগ নিবেন না। কৃত্রিম সংকট তৈরি করে কেউ স্যালাইনের অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্যালাইনের সংকট মেকাবিলায় বিদেশ থেকে স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, জেলা পর্যায়ে রোগী বাড়লেও ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতাবস্থায় আছে। সবার সহযোগিতা পেলে করোনার মতো ডেঙ্গুকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এ সময় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রসহ ৫৪০টি প্রতিষ্ঠান ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য বিভাগ জানায়, এই কর্মসূচিতে সারা দেশে স্বাস্থ্য বিভাগের ২০ হাজার প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ গাছ লাগানো হবে।

এই কর্মসূচিকে উৎসর্গ করা হয়েছে জাতির জনক ও তাঁর পরিবারের প্রতি।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মো. আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু পরিস্থিতি ভালো নয় : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

ঢাকার ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল হলেও, সারাদেশে পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি করে কেউ স্যালাইনের অতিরিক্ত দাম নিলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ রোববার (১৩ই আগষ্ট) দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে প্রায় ৮২ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত এবং তাদের মধ্যে প্রায় সাড়ে ৯ হাজার রোগী হাসপাতালে ভর্তি আছে।

আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সবধরনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা শহরে রোগীদের জন্য প্রায় ৩ হাজার শয্যা রয়েছে। এছাড়া ঢাকার বাইরে ৫ হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। দুর্ভোগে কেউ সুযোগ নিবেন না। কৃত্রিম সংকট তৈরি করে কেউ স্যালাইনের অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্যালাইনের সংকট মেকাবিলায় বিদেশ থেকে স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, জেলা পর্যায়ে রোগী বাড়লেও ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতাবস্থায় আছে। সবার সহযোগিতা পেলে করোনার মতো ডেঙ্গুকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এ সময় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রসহ ৫৪০টি প্রতিষ্ঠান ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য বিভাগ জানায়, এই কর্মসূচিতে সারা দেশে স্বাস্থ্য বিভাগের ২০ হাজার প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ গাছ লাগানো হবে।

এই কর্মসূচিকে উৎসর্গ করা হয়েছে জাতির জনক ও তাঁর পরিবারের প্রতি।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মো. আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।