ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডেঙ্গুতে ২জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / ৫২৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এ জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন। আর নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ বুধবার (৬ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে মারা যাওয়া একজন ঢাকার বাসিন্দা। আর বাকিজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১৮ জন। আর ৪৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে ১৮৫ জন ঢাকা সিটির। আর বাকি ৪৩২ জন ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন লাখ ১৫ হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ আট হাজার ৬৪৬ জন। আর ঢাকার বাইরের দুই লাখ ছয় হাজার ৯৭৭ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন লাখ ১১ হাজার ৩৬৮ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬৪১ জন। এর মধ্যে ঢাকায় মারা গেছে ৯৪৮ জন এবং ঢাকার বাইরে মারা গেছে ৬৯৩ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে ২জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৬

আপডেট সময় : ১১:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এ জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন। আর নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ বুধবার (৬ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে মারা যাওয়া একজন ঢাকার বাসিন্দা। আর বাকিজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১৮ জন। আর ৪৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে ১৮৫ জন ঢাকা সিটির। আর বাকি ৪৩২ জন ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন লাখ ১৫ হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ আট হাজার ৬৪৬ জন। আর ঢাকার বাইরের দুই লাখ ছয় হাজার ৯৭৭ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন লাখ ১১ হাজার ৩৬৮ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬৪১ জন। এর মধ্যে ঢাকায় মারা গেছে ৯৪৮ জন এবং ঢাকার বাইরে মারা গেছে ৬৯৩ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।