ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডামুড্যায় বালু দিয়ে ভরাট করে পারিবারিক কবরস্থান বিক্রির চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ৫৫৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি //
দুই যুগের বেশি সময় ধরে রয়েছে কবরস্থান। সেই কবরস্থানে রয়েছে পুর্ব পুরুষের দেহাংশ। সেই কবরস্থান বিক্রি করেছেন মোঃ চুন্নু বাবুর্চি।
স্থানীয় ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ড দঃ ডামুড্যা, কোর্ট জামে মসজিদ সংলগ্ন মরহুম মোবারক আলী মাদবরের বাড়ীর এই ঘটনা।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন মন্টু ছৈয়াল, বলেন বিষয়টি খুবই দুঃখজনক। তিনি জানান, আমার জানামতে এখানে মরহুম মোবারক আলী মাদবর, তার স্ত্রী অজুফা বেগম, তাদের সন্তান লাল মিয়া মাদবর ও তাদের আত্মীয়স্বজনকে দাফন করা হয়েছে এই করব স্থানে। মোট ৭৩ শতক জমিতে এই পারিবারিক কবরস্থান।
কবরের স্থান বিক্রি প্রসঙ্গে মরহুম মোবারক আলী মাদবরের নাতি মালোসিয়া প্রবাসী রাসেল মাদবর মুঠো ফোনে জানান এটা আমাদের পারিবারিক কবরস্থান এখানে আমার দাদা দাদী আমার বাবার ও অন্য আত্মীয়র কবর কিন্তু কিছুদিন আগে আমার চাচা চুন্নু বাবুর্চি আমাদেরকে না জানিয়ে আমার বাবার ও অন্য আত্মীয়র মোর দেহ কবরস্থান থেকে উঠিয়ে অন্যত্র রাখেন।
রাসেল আরো জানান, আমরা তিন ভাই তিনও ভাই মালয়েশিয়া প্রবাসী আমার চাচা এই সুযোগে কবরের স্থানের জমি বালু দিয়ে ভরাট করে অন্যত্র বিক্রি করার চেষ্টা করছেন যা অত্যন্ত দুঃখজনক তাই আমি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের কাছে এর সঠিক প্রতিকার চাই।
কবরের স্থানের জমি বিক্রি প্রসঙ্গে চুন্নু বাবুর্চির স্ত্রী নাসরিন বেগম জানান, আমাদের বাড়িতে জমি কম তাই আমরা ওখানে ঘর উঠাতে পারি অথবা ওই জমি আমার স্বামীর যে কাজে লাগবে তা করতে পারে। কবরে থাকা লাশ উঠানো প্রসঙ্গে তিনি জানান লাশ এক স্থান থেকে আরেক স্থানে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডামুড্যায় বালু দিয়ে ভরাট করে পারিবারিক কবরস্থান বিক্রির চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
// মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি //
দুই যুগের বেশি সময় ধরে রয়েছে কবরস্থান। সেই কবরস্থানে রয়েছে পুর্ব পুরুষের দেহাংশ। সেই কবরস্থান বিক্রি করেছেন মোঃ চুন্নু বাবুর্চি।
স্থানীয় ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ড দঃ ডামুড্যা, কোর্ট জামে মসজিদ সংলগ্ন মরহুম মোবারক আলী মাদবরের বাড়ীর এই ঘটনা।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন মন্টু ছৈয়াল, বলেন বিষয়টি খুবই দুঃখজনক। তিনি জানান, আমার জানামতে এখানে মরহুম মোবারক আলী মাদবর, তার স্ত্রী অজুফা বেগম, তাদের সন্তান লাল মিয়া মাদবর ও তাদের আত্মীয়স্বজনকে দাফন করা হয়েছে এই করব স্থানে। মোট ৭৩ শতক জমিতে এই পারিবারিক কবরস্থান।
কবরের স্থান বিক্রি প্রসঙ্গে মরহুম মোবারক আলী মাদবরের নাতি মালোসিয়া প্রবাসী রাসেল মাদবর মুঠো ফোনে জানান এটা আমাদের পারিবারিক কবরস্থান এখানে আমার দাদা দাদী আমার বাবার ও অন্য আত্মীয়র কবর কিন্তু কিছুদিন আগে আমার চাচা চুন্নু বাবুর্চি আমাদেরকে না জানিয়ে আমার বাবার ও অন্য আত্মীয়র মোর দেহ কবরস্থান থেকে উঠিয়ে অন্যত্র রাখেন।
রাসেল আরো জানান, আমরা তিন ভাই তিনও ভাই মালয়েশিয়া প্রবাসী আমার চাচা এই সুযোগে কবরের স্থানের জমি বালু দিয়ে ভরাট করে অন্যত্র বিক্রি করার চেষ্টা করছেন যা অত্যন্ত দুঃখজনক তাই আমি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের কাছে এর সঠিক প্রতিকার চাই।
কবরের স্থানের জমি বিক্রি প্রসঙ্গে চুন্নু বাবুর্চির স্ত্রী নাসরিন বেগম জানান, আমাদের বাড়িতে জমি কম তাই আমরা ওখানে ঘর উঠাতে পারি অথবা ওই জমি আমার স্বামীর যে কাজে লাগবে তা করতে পারে। কবরে থাকা লাশ উঠানো প্রসঙ্গে তিনি জানান লাশ এক স্থান থেকে আরেক স্থানে রাখা হয়েছে।